বিনোদন

একটা শূন্যতা সারা জীবনের, সব্যসাচীর- ও তাই–Saayoni ghosh

কলকাতা: Aindrila আর তাঁর দাদার কথা লিখেছেন saayoni ghosh। Aindrila সদ্য মারা গিয়েছেন, Saayoniর দাদা অনেক আগে। কিন্তু ঐন্দ্রিলার ঘটনায় saayoni র মনে পড়ল দাদার কথা। ভীষণ সংবেদনশীল কথাগুলো ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

“আমি ঐন্দ্রিলাকে একবার দেখেছি। বছর আটেক আগে, একটা অডিশনে। বেশি কথা হয় নি, চোখে চোখ পড়তেই মৃদু হাসি, ভালো? হ্যাঁ ভালো! All the best. To you too!! তারপর বিগত কয়েক বছরে ওর লড়াই, ওর কষ্ট, ওর পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সবার সংগ্রাম সম্বন্ধে নানান জায়গায় পড়েছি। ওর অ্যাকটিভিটি ফলো করেছি।

মাঝে সুস্থ হয়ে ফিরে এসে কাজ শুরু করলো। ওর ব্যাপারে ভালো কোনো খবর শুনলেই ঠোঁটের কোণে ফুটে উঠত সেই মৃদু হাসি। দিন কুড়ি আগে আবার দুঃসংবাদ। ভালো নেই ঐন্দ্রিলা। মিডিয়ার মুহুর্মুহু চুলচেরা বিশ্লেষণ। এই ভালো, এই খারাপ। কেউ বলছে আছে, কেউ বলছে নেই। সৌরভের সঙ্গে কথা হলো, বললাম কিছু দরকার হলে বলিস।

বললো জানাবো, pray for her. Pray for her!! ফিরে গেলাম ৮ বছর আগে ব্যাঙ্গালোরের Narayana Hrudalaya- য়ে সেই দৃশ্যে। আমার দাদা, জন্ম থেকেই congiental heart disease – এ আক্রান্ত। ভীষণ ক্রিটিকাল দ্বিতীয় হার্ট সার্জারির পর ৯ দিন ধরে কোমাতে।

ডাক্তার রা সব চেষ্টা করে হাত তুলে দিয়েছেন। সকালে ফোন, তাড়াতাড়ি আসুন, সুমনের BP ৬০/৩০, হার্টবিট বন্ধের পথে। শক দিয়ে retrieve করার চেষ্টা চলছে। একা একটা অটো নিয়ে ছুটলাম। বয়স ২২… চিকিৎসার মাথা মুন্ডু কিছুই বুঝি না, শুধু আমার দাদা বুঝি।

বুঝি, মায়ের রোজ রাতে উঠে ডুকরে ডুকরে কান্না, ঠাকুর আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। বুঝি বাবার সর্বস্ব টুকু বিলিয়ে দিয়ে, ছেলেকে বেস্ট ট্রিটমেন্ট দিয়ে ফিরিয়ে আনার লড়াই। Ccu – এর বাইরে দাঁড়াই। গিয়ে দেখি শক দিচ্ছে। দাদাভাই এর শরীর টা বেড থেকে ১০ ইঞ্চি উঠে যাচ্ছে এক ঝটকায়, আবার পড়ে যাচ্ছে। কোনো মতে হার্টবিট ফেরানো গেল। ডাক্তার ডাকলেন, গেলাম।

বললেন, ‘He is not responding sister. Let him go peacefully. He won’t survive. And even if he does, he will remain a vegetable for rest of his life.’ আমি বললাম, আর দুটো দিন দেখি ডক্টর। Miracles happen. আমার অসহায় বাবা টা দূরে দাঁড়িয়েছিল, বেরিয়ে আসা তে বললো, কোথায় যেতে বলছিলেন রে?

আর vegetable? Vegetable Stew খাওয়াতে বলছেন? আমি খাওয়াবো। আর একটু চিকেন ও দিয়ে দেব। পাপা খুব ভালোবাসে। চোখ থেকে জল বেরিয়ে এলো, বললাম, জানি বাবা। জানি তুমি সব করবে। একটু সময় দাও। সবাই ফোন করছে, কিছু লাগবে? বললাম, Pray for him! কলকাতায় কিছু ডাক্তারের সাথে পরামর্শ করলাম, তারা বললেন, শেষ উপায়, ওর সঙ্গে কথা বলো।

Respond করতে শুরু করলে treatment – এও respond করার চান্স থাকে। Ccu তে ছুটলাম. Ventilator , হাজার নল, যন্ত্রপাতি, মাঝখানে রোগা, দুর্বল দাদা টা আমার। লড়াই করছে… ডাকলাম, দাদাভাই, এই দাদাভাই উঠে পর, কিরে মাম বলছি, বাড়ি যাবি না? মা অপেক্ষা করছে… কি রে সুমন ঘোষ, ওই লাল বাদশা, ওই শাহেনশা (অমিতাভ বচ্চনের বিশাল ফ্যান) এই দাদাভাই ওঠ? ওঠ? চোখ খোল। কোনো সাড়া নেই। Ccu ভর্তি লোক আমার দিকে তাকিয়ে, বেরিয়ে গেলাম।

ওর পছন্দের শব্দ গুলো মনে করে ফিরে এলাম। দাদাভাই… KFC খাবি? Miracle… ওর হাত টা উঠে আমার গালে লাগল। ডাক্তার নার্স সবাই ছুটে এসেছে। আমি আরো conviction নিয়ে ‘ দাদাভাই প্লেনে চড়ে বাড়ি ফিরবি?’ আবার miracle, গোঙানি শুরু, শরীর কাঁপছে… যন্ত্রপাতি সিগন্যাল দিচ্ছে, ডাক্তার বলল, ‘ He is coming back!’

দাদাভাই ফিরলো, দেড় মাস ব্যাঙ্গালোরে রেখে মায়ের সেবা, বাবার যত্নে, সবার আশীর্বাদে কলকাতায় ফিরলো ২৯ শে জুলাই। ভগবান মুখ তুলে চেয়েছেন, এত প্রার্থনা, মন্দির মসজিদ, গির্জা, গুরুদুয়ারা… ঈশ্বর আছেন। কিন্তু তিন দিন পর দাদা নেই। ম্যাসিভ heart attack, মুখে ফেনা উঠে যত ক্ষণে ইমারজেন্সিতে নিয়ে ছুটলাম… It’s too late miss Ghosh, he is no more! 2nd August দুপুরে ওর শেষ বলা কথা গুলোর মধ্যে মনে পড়ে, ‘ আর 4GB তে হচ্ছে না রে মাম, 8GB লাগবে।’

আচ্ছা দাদাভাই কিনে দেব! ‘ একটা joint account খুলব তোর সাথে, তুই shooting করে টাকা ফেলবি আমি কিছু না করে খরচা করবো।’ আচ্ছা দাদাভাই করবো। ‘মা কে ভালো রাখতে হবে’…রাখবো! সেদিন ও চলে যাওয়ার পর চোখ থেকে এক ফোঁটা জল পড়েনি। আজ পড়লো। ঐন্দ্রিলার জন্য, ওর বাড়ির লোকের জন্য, সব্যসাচীর জন্য। প্রার্থনা, শুভ কামনা, সব কিছুরই নিশ্চই প্রয়োজনীয়তা আছে, কার্যকারিতাও আছে, কিন্তু সেদিন বুঝেছিলাম যে রাখে হরি তো মারে কে আরে মারে হরি তো রাখে কে?

এই ঘটনার পর ঈশ্বরে বিশ্বাস অনেক নড়ে গেছিল, মা সব ঠাকুরের ছবি সরিয়ে দিয়েছিল, দাদার দেহের পাশে বাবাকে দেখেছিলাম ৩০ বছর পুরোনো মা কালির মূর্তি , যাকে না খাইয়ে বাবা অন্ন গ্রহণ করতেন না, মাটিতে মেরে একশো টুকরো করে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আজ থেকে আমার ছেলেও নেই, আমার মা ও নেই! সময় পেরিয়েছে, ব্যথা কিছুটা প্রশমিত, ঈশ্বরে বিশ্বাস ফিরেছে আস্তে আস্তে।

কিন্তু একটা শূন্যতা সারা জীবনের। সব্যসাচীর- ও তাই। সবাই ওর জন্য অনেক চেষ্টা করেছে, ও নিজের জন্য সব থেকে বেশী চেষ্টা করেছে, অনেক টা পেরেছে, শেষ টা পারে নি!! আপনাদের প্রার্থনা যেন না থামে, প্রার্থনা করুন ওর পরিবার যেন শক্তি পায়, ছেলেটি যেন মানসিক ভাবে ঘুরে দাঁড়াতে পারে! আমাদের জন্যেও সবাই করেছিল, অফুরান, তাই আমরাও পেরেছি, ওরাও পারবে!

And Aindrila, you beauty… You brave brave hell of a girl… বিশ্বাস কর, তুই থাকবি, সবটা জুড়ে থাকবি, সারা জীবন থাকবি… যেমন আছে দাদাভাই!”

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

7 days ago