ওপার বাংলা

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন। রোববার নতুন করে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে নজর কেড়েছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আখতার মুক্তা হিটস্ট্রোকে মারা গিয়েছেন।

তাঁর মৃত্যুতে প্রথম দফার ৮ মে’র নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি গত দুই দুইবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। ঘোষণায় বলা হয়, যষ্ঠ উপজেলা পরিষদের  পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে ৫ জুন ২০২৪ তারিখে এ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

টানা তাপপ্রবাহের মধ্যে ঢাকার চিফ হিট অফিসারের পরামর্শে ৩৫ হাজার রিকশা চালককে ছাতা উপহার দিয়েছে উত্তর সিটি করপোরেশন। পাশাপাশি একটি করে  জলের বোতল এবং ১২ প্যাকেট খাবার স্যালাইনও দেওয়া হয়েছে তাদের। রবিবার  ঢাকার গুলশানে উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এসব উপকরণ বিতরণ করেন মেয়র মো. আতিকুল ইসলাম।  

এদিকে মে মাসের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল হাওয়া অফিস। বলা হচ্ছে-বাংলাদেশের সবস্থানে দীর্ঘতম সময়ের তাপদাহ শেষ হবে আগামী মাসের প্রথম সপ্তাহে কয়েকস্থানে ঝড় ও বৃষ্টিপাত হবে। এরপরেই দেশে সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে।

বাংলাদেশে দক্ষিণ জনপদ জেলা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে হিট স্ট্রোকে আওয়ামি লিগ নেতা রিয়াজুল ইসলাম (৪২) মারা গিয়েছেন। রিয়াজুল ওয়ার্ড আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ছিলেন। দুপুর আড়াইটার দিকে তীব্র গরমে রিয়াজুল ইসলাম কলসকাঠী বাজারে অসুস্থ হয়ে পড়েন। রিয়াজুলকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশে পশ্চিমের জেলা যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে স্কুল শিক্ষক আহসান হাবিবেব মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে দিকে আহসান মারা গিয়েছেন। আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

এছাড়া চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তীব্র গরমে হিটস্ট্রোকে মারা গেছেন মাদ্রাসাশিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫)।প্রচণ্ড গরমে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

এদিকে আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করেছে যে, বাংলাদেশের সব স্থানে দীর্ঘতম সময়ের তাপদাহ শেষ হবে আগামী মাসের প্রথম সপ্তাহে কয়েকস্থানে ঝড় ও বৃষ্টিপাত হবে। এরপরেই দেশে সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘আমাদের গাণিতিক মডেল বিশ্লেষণ বলছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশের কিছু অংশে প্রত্যাশিত বৃষ্টিপাত হলেও মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে।তিনি আরও বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল, বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু অংশ এবং দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কিছু স্বস্তির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এতে সারা দেশে চলমান তাপদাহ হ্রাসের সম্ভাবনা কম।

দেশে গত ১ এপ্রিল থেকে ২৭ দিন ধরে তাপপ্রবাহের দীর্ঘতম সময় প্রত্যক্ষ করছে এবং আবহাওয়া অফিস সতর্ক করেছে যে এ অবস্থা পরবর্তী মাসজুড়ে অব্যাহত থাকবে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 weeks ago