পশ্চিমবঙ্গ

ধিক্কার নির্বাচন কমিশন; ভোটার পরিচয়পত্রে মানুষের স্থানে দেওয়া হল কুকুরের ছবি!

পরিচয় পত্র বিশেষত ভোটার কার্ড শুদ্ধ হয়ে থাকা জরুরি যদিও বিভাগের সাংঘাতিক গাফিলতির খেসারত প্রতি পদক্ষেপে জনগণকে দিতে হচ্ছে।

ভারতের নির্বাচন কমিশনের জন্যে এ যদিও কোন বড় বিষয় নয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গের এক ব্যক্তির ভোটার কার্ডে নিজের ছবির স্থানে এসেছে কুকুরের ছবি। এ নিয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সুনিল কর্মকার নামক উক্ত ব্যক্তি নিজের ভোটার কার্ড শুদ্ধ করার জন্যে দিয়েছিলেন। কিন্তু শুদ্ধ হয়ে আসা আইডি কার্ডটি সুনিলবাবুর হাতে পড়ার পরই চক্ষু চড়কগাছ।

নিজের ছবির জায়গায় কুকুরের ছবিসহ কার্ড হাতে পান রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার(৬০)।

অবাঞ্ছিত এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল কর্মকার।

তিনি জানান, “গতকাল দুলাল স্মৃতি স্কুলে আমাকে ডাকা হয়েছিল এবং সেখানে আমাকে এই ভোটার আইডি কার্ডটি দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ছবিটির দিকে দেখলাম। কার্ডে আধিকারিক সই করেছেন যদিও ছবি দেখেননি মোটেও। নির্বাচন কমিশন আমার সম্মান নিয়ে খেলছেন। আমি ফরাক্কা ব্লক নির্বাচন কমিশনের কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করব।”

৪০ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার বিনয় চন্দ্র রায় বলছেন, “সুনীল কর্মকার গত ৬ জানুয়ারি ভোটার কার্ড সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। ৮ জানুয়ারি সেই ফর্ম আমি জমা দিই ফরাক্কা ব্লকের দায়িত্ব প্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার রাজা মৈত্রর কাছে। সেখানে দেখা যায় খসড়া ভোটার তালিকায় সুনীল কর্মকারের ছবির জায়গায় কুকুরের ছবি ছাপা হয়েছে। রাজা মৈত্র আমাকে দ্রুত সুনীল কর্মকারের বাড়ি গিয়ে পাসপোর্ট ছবি আনার নির্দেশ দেন। আমি তড়িঘড়ি গিয়ে ছবি এনে রাজা মৈত্রর কাছে জমা দিয়েছিলাম। তারপরেও এত বড় ভুল কী করে হলো ভেবে পাচ্ছি না।”

এদিকে বিডিও রাজর্ষি চক্রবর্তী বলেন, ভোটার কার্ডে ভুলবশত কুকুরের ছবি চলে এসেছে। ইতিমধ্যে ছবিটি সংশোধন করা হয়েছে।

উল্লেখ্য যে, ভারতের বিভিন্ন প্ৰান্তে ভোটার আইডি কার্ডে এমন বিসংগতি দেখা যায়। কখনো যদি নিজের ছবির স্থানে অন্য জনের ছবি আসে কখনো নাম পাল্টে জগাখিচুড়ি হয়।

কিন্তু মানুষের জায়গায় কুকুরের ছবি আসা প্রসঙ্গটি বিভাগের কাজ কর্মের ওপর বহু প্রশ্নের অবতারণা করছে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago