পশ্চিমবঙ্গ

“আল্লাহর ঘর কাবা বন্ধ হয়ে যেতে পারে, আর বাংলাদেশ-পাকিস্তানের মসজিদ বন্ধ হতে পারে না; এর চাষ করেছে জিয়া-খালেদা-এরশাদ-হাসিনা”

লকডাউন চললেও বাংলাদেশের একাংশ ধর্মান্ধের কিছু আসে যায় না। মারাত্মক করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্যে জমায়েত না করতে, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণা করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। এছাড়াও ভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশের সব জায়গায় সব ধরনের জনসমাগম – এমনকি ধর্মীয় জমায়েতও- নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শনিবার, ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তার শেষকৃত্যে হাজার হাজার মানুষ মানুষ বেরিয়ে এসেছে। এই ভয়ানক দৃশ্য চোখে না দেখলে বোধগম্য হবার নয়!

জানাজায় অংশ নেয়া হাজার হাজার মুসল্লি

ঘটনার তিব্র নিন্দা করেছেন বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন। প্রচণ্ড ঘৃণা নিয়ে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের উদ্দেশে তিনি লিখেছেন, “এই মূর্খ ধর্মান্ধ বাংলাদেশকে তৈরি করেছে জিয়া, খালেদা, এরশাদ আর হাসিনা। এদের সম্মিলিত চাষের ফসল ব্রাহ্মণবাড়িয়ার পংগপালগুলো। ওদিকে পাকিস্তানের মসজিদও খোলা। আল্লাহর ঘর কাবা বন্ধ হয়ে যেতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানের মসজিদ বন্ধ হতে পারে না।”

পৃথিবীর তাবড় তাবড় দেশগুলো মারাত্মক কোভিড-১৯ এর কাছে মাথা নত করে ফেলেছে! সেখানে অন্ধ ভক্তের এমন কর্মকাণ্ড বাংলাদেশের সচেতন নাগরিককে ভাবিয়ে তুলেছে।

নর্থ ইস্ট নাও’কে সে দেশের একজন সতর্ক নাগরিক জানিয়েছেন, “আমরা দিনরাত ঘরে রয়েছি। সরকার এবং প্রশাসনের নির্দেশ অমান্য করছি না। কিন্তু দেশের ধর্মান্ধদের জন্যে বোধহয় আমাদের প্রাণটাও থাকবে না। যেহেতু এমন সামাজিক সংস্পর্শে এলে তথা কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেলে সংক্রমণের উৎস আর খুঁজে পাওয়া যাবে না। ভীষণ ভয়ে দিন কাটাচ্ছি।”

এ মর্মে তসলিমা লিখছেন, “এই মূর্খ ধর্মান্ধ বাংলাদেশকে তৈরি করেছে জিয়া, খালেদা, এরশাদ আর হাসিনা। এদের সম্মিলিত চাষের ফসল ব্রাহ্মণবাড়িয়ার পংগপালগুলো। ওদিকে পাকিস্তানের মসজিদও খোলা। আল্লাহর ঘর কাবা বন্ধ হয়ে যেতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানের মসজিদ বন্ধ হতে পারে না। রমজানের তারাবি নামাজের জন্য পাকিস্তানের মসজিদ খোলা রাখার জন্য কথাবার্তা চলছে।

মাঝে মাঝে মনে হয় মরে যাক সব করোনায়। যাদের মস্তিস্ক এত ভোঁতা, সমাজের অনিষ্ট করা ছাড়া আর কোনও ভূমিকা নেই যাদের, তাদের কী লাভ বেঁচে থেকে ! এদের মগজ ধোলাই হয়েছে ছোটবেলায়, ব্যস এতেই কি এদের সাত খুন মাফ? এদের সকল অন্যায়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে চিরকাল? যুক্তি বুদ্ধি যে একেবারেই এদের নেই তা তো নয়, যে যুক্তিতে আকাশে বাঘ উড়ছে শোনার পর বিশ্বাস করার আগে নিজের চোখে দেখতে চায়, সেই যুক্তিতে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার আগে প্রমাণ দেখতে চায় না কেন! মরতে চাইছে মরে যাক, মুশকিল হলো ওরা তো একা মরবে না, প্রচুর ভালো মানুষকে ওদের কারণে মরতে হবে।

হিন্দুদের ওপর মাঝে মাঝে রাগ হয়! কেন দলে দলে তোরা মুসলমান হয়েছিলি! আজ তো সে কারণেই উপমহাদেশ জুড়ে মুসলমানের এই ভয়ানক জনসংখ্যা! দেশভাগ করলি। মারামারি কাটাকাটি করলি। ধর্মের ভিত্তিতে দেশ বানালো তোদের ধর্মান্তরিত সন্তানেরা। এখনও ধর্মের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। লেখাপড়া জানা, না-জানা সকলে। অশিক্ষিত ধর্মান্ধগুলোকে দেখা যায়, ওরা বাইরে বেরোয় বলে। শিক্ষিত ধর্মান্ধগুলো ঘরে বসে বসে অপেক্ষা করছে কবে বিজ্ঞানীদের তৈরি করা ভ্যাক্সিন নেবে, ঘরে বসে বসে কোরানের আয়াতও খুঁজছে, যে আয়াতকে তারা বলতে পারবে এখানে আল্লাহ বলেছেন আমিই করোনা ভাইরাস দিয়েছি, আমিই সারিয়েছি। সুতরাং আল্লাহ জ্ঞানী, আল্লাহ মহান।

ঘোড়ার ডিম মহান । এসব ধর্ম টর্ম যে ঘোড়ার ডিম, তা প্রমাণের জন্য পৃথিবীতে করোনার মতো বড় উদাহরণ আর আসেনি। মানুষের দুর্যোগে কোনও আল্লাহ, কোনও ঈশ্বর, কোনও ভগবানই কখনও পাশে দাঁড়ায় না। আসলে ওদের অস্তিত্ব নেই বলেই দাঁড়ায় না। যদি কেউ দাঁড়ায়, সে বিজ্ঞানী, বিজ্ঞানমনস্ক, প্রগতির পক্ষের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ । ধর্মান্ধরা জন্মান্ধের মতো, চোখের সামনের এত বড় সত্যিটাও ওদের চোখে পড়ে না।”

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনা ছাড়াও দিল্লির নিজামুদ্দিনের ঘটনায় কেঁপে উঠেছে সারা ভারত। সরকারের নিষেদ্ধাজ্ঞা অমান্য করে তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিল হাজার হাজার জামাতকারী!

উল্লেখযোগ্য যে, ভারতে প্রায় ৩০ শতাংশ করোনা আক্রান্ত রোগির সঙ্গে যোগ রয়েছে নিজামুদ্দিনের! ধর্মীয় সমাবেশ ফেরত তবলিঘি জামাতের সদস্যরা দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই ছড়িয়ে রয়েছে।

এর মধ্যে তামিলনাড়ুর অর্ধেকের বেশি অর্থাৎ ৮৪  শতাংশ কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সঙ্গে সম্পর্ক নিজামুদ্দিন মার্কাজের। তেলেঙ্গানার ৭৯ শতাংশ, দিল্লির ৬৩ শতাংশ, উত্তরপ্রদেশের ৫৯ শতাংশ ও অন্ধ্রপ্রদেশের ৬১ শতাংশ। ভারতে এই কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে এ মুহূর্তে!

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago