• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Wednesday, February 1, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

“আল্লাহর ঘর কাবা বন্ধ হয়ে যেতে পারে, আর বাংলাদেশ-পাকিস্তানের মসজিদ বন্ধ হতে পারে না; এর চাষ করেছে জিয়া-খালেদা-এরশাদ-হাসিনা”

ধর্মান্ধ বাংলাদেশের সৃষ্টিকারী জিয়া, খালেদা, এরশাদ, হাসিনার সম্মিলিত চাষের ফসল ব্রাহ্মণবাড়িয়ার পঙ্গপালগুলো

সাগরিকা দাস by সাগরিকা দাস
April 20, 2020 10:48 am
বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কার পক্ষে? বাক স্বাধীনতা না ফতোয়ার? বিজ্ঞানের নাকি কোরানেরঃ শাণিত তসলিমা

তসলিমা নাসরিন

118
VIEWS
Share on FacebookShare on Twitter

লকডাউন চললেও বাংলাদেশের একাংশ ধর্মান্ধের কিছু আসে যায় না। মারাত্মক করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্যে জমায়েত না করতে, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণা করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। এছাড়াও ভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশের সব জায়গায় সব ধরনের জনসমাগম – এমনকি ধর্মীয় জমায়েতও- নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শনিবার, ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তার শেষকৃত্যে হাজার হাজার মানুষ মানুষ বেরিয়ে এসেছে। এই ভয়ানক দৃশ্য চোখে না দেখলে বোধগম্য হবার নয়!

জানাজায় অংশ নেয়া হাজার হাজার মুসল্লি

ঘটনার তিব্র নিন্দা করেছেন বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন। প্রচণ্ড ঘৃণা নিয়ে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের উদ্দেশে তিনি লিখেছেন, “এই মূর্খ ধর্মান্ধ বাংলাদেশকে তৈরি করেছে জিয়া, খালেদা, এরশাদ আর হাসিনা। এদের সম্মিলিত চাষের ফসল ব্রাহ্মণবাড়িয়ার পংগপালগুলো। ওদিকে পাকিস্তানের মসজিদও খোলা। আল্লাহর ঘর কাবা বন্ধ হয়ে যেতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানের মসজিদ বন্ধ হতে পারে না।”

পৃথিবীর তাবড় তাবড় দেশগুলো মারাত্মক কোভিড-১৯ এর কাছে মাথা নত করে ফেলেছে! সেখানে অন্ধ ভক্তের এমন কর্মকাণ্ড বাংলাদেশের সচেতন নাগরিককে ভাবিয়ে তুলেছে।

নর্থ ইস্ট নাও’কে সে দেশের একজন সতর্ক নাগরিক জানিয়েছেন, “আমরা দিনরাত ঘরে রয়েছি। সরকার এবং প্রশাসনের নির্দেশ অমান্য করছি না। কিন্তু দেশের ধর্মান্ধদের জন্যে বোধহয় আমাদের প্রাণটাও থাকবে না। যেহেতু এমন সামাজিক সংস্পর্শে এলে তথা কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেলে সংক্রমণের উৎস আর খুঁজে পাওয়া যাবে না। ভীষণ ভয়ে দিন কাটাচ্ছি।”

এ মর্মে তসলিমা লিখছেন, “এই মূর্খ ধর্মান্ধ বাংলাদেশকে তৈরি করেছে জিয়া, খালেদা, এরশাদ আর হাসিনা। এদের সম্মিলিত চাষের ফসল ব্রাহ্মণবাড়িয়ার পংগপালগুলো। ওদিকে পাকিস্তানের মসজিদও খোলা। আল্লাহর ঘর কাবা বন্ধ হয়ে যেতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানের মসজিদ বন্ধ হতে পারে না। রমজানের তারাবি নামাজের জন্য পাকিস্তানের মসজিদ খোলা রাখার জন্য কথাবার্তা চলছে।

মাঝে মাঝে মনে হয় মরে যাক সব করোনায়। যাদের মস্তিস্ক এত ভোঁতা, সমাজের অনিষ্ট করা ছাড়া আর কোনও ভূমিকা নেই যাদের, তাদের কী লাভ বেঁচে থেকে ! এদের মগজ ধোলাই হয়েছে ছোটবেলায়, ব্যস এতেই কি এদের সাত খুন মাফ? এদের সকল অন্যায়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে চিরকাল? যুক্তি বুদ্ধি যে একেবারেই এদের নেই তা তো নয়, যে যুক্তিতে আকাশে বাঘ উড়ছে শোনার পর বিশ্বাস করার আগে নিজের চোখে দেখতে চায়, সেই যুক্তিতে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার আগে প্রমাণ দেখতে চায় না কেন! মরতে চাইছে মরে যাক, মুশকিল হলো ওরা তো একা মরবে না, প্রচুর ভালো মানুষকে ওদের কারণে মরতে হবে।

হিন্দুদের ওপর মাঝে মাঝে রাগ হয়! কেন দলে দলে তোরা মুসলমান হয়েছিলি! আজ তো সে কারণেই উপমহাদেশ জুড়ে মুসলমানের এই ভয়ানক জনসংখ্যা! দেশভাগ করলি। মারামারি কাটাকাটি করলি। ধর্মের ভিত্তিতে দেশ বানালো তোদের ধর্মান্তরিত সন্তানেরা। এখনও ধর্মের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। লেখাপড়া জানা, না-জানা সকলে। অশিক্ষিত ধর্মান্ধগুলোকে দেখা যায়, ওরা বাইরে বেরোয় বলে। শিক্ষিত ধর্মান্ধগুলো ঘরে বসে বসে অপেক্ষা করছে কবে বিজ্ঞানীদের তৈরি করা ভ্যাক্সিন নেবে, ঘরে বসে বসে কোরানের আয়াতও খুঁজছে, যে আয়াতকে তারা বলতে পারবে এখানে আল্লাহ বলেছেন আমিই করোনা ভাইরাস দিয়েছি, আমিই সারিয়েছি। সুতরাং আল্লাহ জ্ঞানী, আল্লাহ মহান।

ঘোড়ার ডিম মহান । এসব ধর্ম টর্ম যে ঘোড়ার ডিম, তা প্রমাণের জন্য পৃথিবীতে করোনার মতো বড় উদাহরণ আর আসেনি। মানুষের দুর্যোগে কোনও আল্লাহ, কোনও ঈশ্বর, কোনও ভগবানই কখনও পাশে দাঁড়ায় না। আসলে ওদের অস্তিত্ব নেই বলেই দাঁড়ায় না। যদি কেউ দাঁড়ায়, সে বিজ্ঞানী, বিজ্ঞানমনস্ক, প্রগতির পক্ষের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ । ধর্মান্ধরা জন্মান্ধের মতো, চোখের সামনের এত বড় সত্যিটাও ওদের চোখে পড়ে না।”

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনা ছাড়াও দিল্লির নিজামুদ্দিনের ঘটনায় কেঁপে উঠেছে সারা ভারত। সরকারের নিষেদ্ধাজ্ঞা অমান্য করে তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিল হাজার হাজার জামাতকারী!

উল্লেখযোগ্য যে, ভারতে প্রায় ৩০ শতাংশ করোনা আক্রান্ত রোগির সঙ্গে যোগ রয়েছে নিজামুদ্দিনের! ধর্মীয় সমাবেশ ফেরত তবলিঘি জামাতের সদস্যরা দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই ছড়িয়ে রয়েছে।

এর মধ্যে তামিলনাড়ুর অর্ধেকের বেশি অর্থাৎ ৮৪  শতাংশ কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সঙ্গে সম্পর্ক নিজামুদ্দিন মার্কাজের। তেলেঙ্গানার ৭৯ শতাংশ, দিল্লির ৬৩ শতাংশ, উত্তরপ্রদেশের ৫৯ শতাংশ ও অন্ধ্রপ্রদেশের ৬১ শতাংশ। ভারতে এই কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে এ মুহূর্তে!

Tags: তসলিমা নাসরিন
No Result
View All Result

Recent Posts

  • কেমন কাটবে মাসের প্রথম দিনটি আপনার? দেখুন ১ ফেব্রুয়ারি রাশিফল
  • Shillong Teer Result আজ – February 1, 2023, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড লাইভ ফলাফল আপডেট
  • ধানবাদে একটি বহুতলে আগুন, কমপক্ষে ১৪ জনের মৃত্যুর আশঙ্কা
  • গুয়াহাটি মহানগরে জি২০ বৈঠকের জন্য চূড়ান্ত প্ৰস্তুতি নেওয়া হয়েছে
  • সিঁদুর তিনিই পরতে বলেছেন বৈশাখীকে, প্ৰাক্তন স্ত্ৰী রত্নাকে জবাব শোভনের!
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd