ডুয়ার্সে নির্বাচনী প্রচারের পথে বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলির ওপর হামলা

নির্বাচনী সভায় যাওয়ার পথে হামলার শিকার হলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সোমবার ডুয়ার্সের চ্যাংমাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন রূপার দেহরক্ষী। এ ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ি করেছেন সাংসদ রূপা।

এদিন, বিকেল ৫ টা নাগাদ রূপা গঙ্গোপাধ্যায় মালবাজারের দিকে যাচ্ছিলেন এক সভা করতে। তাঁর গাড়ি চ্যাংমাড়ি এলাকায় পৌঁছলে হামলার কবলে পড়তে হয়। তথ্য মতে, ওই এলাকায় পৌঁছে রূপা দেখতে পান, সেখানে তৃণমূলের একটি সভা চলছে।এবং রাস্তা জুড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে বেশ কিছু মোটর সাইকেল। পাশ দিয়ে কোনও ভাবে গাড়ি না যাওয়ায় তিনি বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে মোটর সাইকেলগুলোকে সরাতে বলেন। সেই সময় সভায় উপস্থিত লোকের রোষের মুখে পড়েন তিনি। তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে অনেকেই। পরে রূপার গাড়িতে আক্রমণ চালায় কিছু লোক।

গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুড়াছুড়িও শুরু হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়।আহত হন রূপার দেহরক্ষী।এরপর নিরাপত্তারক্ষীর সাহায্যে সেখান থেকে গাড়ি নিয়ে বেড়িয়ে আসেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এরপর, ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ দায়ের করাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে রাজি হননি। পরে অবশ্য রাজ্যসভার সাংসদ পরিচয় পাওয়ায় অভিযোগ নেয় পুলিশ।

এ ঘটনায়, নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছেন সাংসদ রূপা। তাঁর কথায়, যেখানে একজন সাংসদ আক্রান্ত হতে পারে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এসব মেনে নেওয়া যায় না। এছাড়াও তিনি এদিন তৃণমূলকে নিশানায় করে বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই এমন কাজ করছে।

তিনি আরও বলেন, ওই সভায় বেশি লোকের সমাগম ঘটে নি, এছাড়াও, তিনি নামতেই, সভার লোকজন চলে আসায় তৃণমূল নেতাকর্মীদের আরও মাথা খারাপ হয়ে যায়।

এদিন, রূপার সঙ্গে ছিলেন, জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার সভাপতি টিনা গঙ্গোপাধ্যায়। ঢিলের আঘাতে তিনিও অল্প আঘাত পান। অভিযোগ দায়ের করার পর প্রচার সভার উদ্দেশে রওয়ানা হন সাংসদ গঙ্গোপাধ্যায়। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago