পশ্চিমবঙ্গ

এবার বিতর্কের পাশাপাশি অবহেলার শিকার বিদ্রোহী কবি নজরুলের কলকাতার বাড়ি

অবহেলার শিকারে এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলকাতার ৭ নম্বর প্রতাপ চাটুজ্যে লেনের বাড়িটি।

ইতিহাস বলে, ওই লেনের দোতলা বাড়ি থেকেই নজরুল ‘ধূমকেতু’ পত্রিকাটি প্রকাশ করেছিলেন।
শুধু প্রকাশই নয় সেই বাড়িতে তিনি থাকতেনও।

এছাড়াও, ‘আনন্দময়ীর আগমনে’ শীর্ষক কবিতাটি ধূমকেতুর একটি সংখ্যায় প্রকাশিত হওয়ার পরেই তা ব্রিটিশরাজের রোষানলে পড়ে। কারণ, ওই লেখাকে শাসক-বিরোধী বলা হয়েছিল। নজরুলের নামে গ্রেফতারি পরওয়ানাও জারি হয়েছিল।

বাড়িটি হেরিটেজ তালিকার ‘গ্রেড পেন্ডিং’ তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও বর্তমান রাজ্য সরকারের অবহেলার শিকার। সংরক্ষণের অভাবে আজ সেই বাড়িটি ধ্বংসের পথে।

বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন ওই বাড়ি প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, এই বাড়িটি এখন বিতর্কে জড়িয়েছে। একদিকে বলছে, বাড়িটি ঘিরে নজরুলের যে স্মৃতি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যে বাড়ি থেকে নজরুল ‘ধূমকেতু’ পত্রিকার বেশ কয়েকটি সংখ্যা প্রকাশ করেছিলেন, সেই বাড়িটির সংরক্ষণে সরকারি তরফে যথাযথ ভূমিকা দেখা যাচ্ছে না। অন্যদিকে বাড়িটির মালিকপক্ষের মন্তব্য, ওই বাড়িটির সঙ্গে যে নজরুলের স্মৃতি জড়িয়ে রয়েছে, এমন প্রামাণ্য কোনও তথ্য তাঁদের হাতে নেই। শুধু তাই নয়, ওই বাড়িটি যে হেরিটেজ, তা জানা গিয়েছে বাড়িটি কেনার পরে!

বর্তমানে বাড়িটিতে কয়েক জন ভাড়াটেও থাকেন। নীচে রয়েছে একটি কারখানা। ভাড়াটিদের বক্তব্য, বার কয়েক নজরুলের স্মৃতি সংরক্ষণের জন্য পুরসভা, রাজ্য সরকার সহ সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনও জায়গা থেকেই সাড়া পাওয়া যায়।

‘ধূমকেতু’-র দফতরের ভবিষ্যৎ এখন অন্ধকারে কি না, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে!

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

22 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago