কলকাতাঃ সুন্দর এবং পবিত্র মুহূর্তের সাক্ষী বেলুড় মঠ। জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠের দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। প্রথামতোই প্রত্যেক জন্মাষ্টমীর সকালেই দেবী দুর্গার কাঠামো পুজো ও মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয়।

দিনটির অপেক্ষাতে বসে থাকেন কত শত ভক্ত। অবশেষে এল সেই শুভক্ষণ। জন্মাষ্টমীর শুভ তিথিতে মঙ্গল আরতির পর দেবী কাঠামোর আরাধনা হল।উল্লেখযোগ্য যে, প্রত্যেকবছর বেলুড় মঠে জন্মাষ্টমীর শুভদিনে দুর্গা প্রতিমার কাঠামো পুজো করা হয়।

জানা গিয়েছে, আজ ১৯ আগস্ট শুক্রবার সকাল ৭:১৫ মিনিট থেকে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো শুরু হয়। প্রায় ঘন্টাখানিক চলে পুজো।
উল্লেখযোগ্য যে, বেলুড় মঠে জন্মাষ্টমী পালন হয়েছে ১৮ আগস্ট।জেনে রাখা প্রয়োজন যে, প্রত্যেক বছর দুর্গা প্রতিমা বিসর্জনের পর সেই কাঠামোটি সযত্নে তুলে রেখে দেয়া হয়।আবার সেই কাঠামোই পুজো করা হয় জন্মাষ্টমীর দিন।

এরপর থেকে ধীরে ধীরে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ।সবমিলিয়ে বলাই যায় যে ঢাকে কাঠি পড়ে গেল। বাঙালির পুজো শুরু প্রায়।