ত্রিপুরা

Tripuraয় রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে মানুষদেরকে দমন পীড়ন চলছে : Manik Sarkar

আগরতলা: বর্তমান সময়ে tripura র বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য tripura সরকারকে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যার আগরতলার মেলারমাঠ এলাকার দশরত দেব স্মৃতিভবনের সিপিআই(এম) দলের tripura রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলন করে একথা গুলি বলেন মানিক সরকার।

তিনি বলেন, tripura রাজ্যে বর্তমান সময়ে একের পর এক মহিলা সংক্রান্ত বর্বর ঘটনা হচ্ছে। গত এক মাসের মধ্যে রাজ্যে ছয় থেকে সাতটি নির্মম ঘটনা ঘটেছে। এর সঙ্গে শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা ও তাদের পরিবারের লোক জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন।

কুমারঘাট ও কল্যাণপুরের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন শাসক দলের নেতা এবং তাদের পরিবারের লোকজন।

এই ঘটনা গুলির সঙ্গে জড়িতদের লুকানোর চেষ্টা চলছে এবং লোক দেখানোর জন্য অন্যদের গ্রেপ্তার করা হচ্ছে। আরো বলেন, ২০১৮সাল থেকে tripura সরকারের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে না।

তারা বার বার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কিন্তু তারা সুযোগ পাননি। যে সব যুবক-যুবতী চাকরি প্রার্থীরা এই বিষয়ে কথা বলার জন্য সম্প্রতি দপ্তরের সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলো।

মূলত তারা গণ ডেপুটেশন দিতে যায়। তখন তাদের উপর পুলিশ প্রচন্ড খারাপ আচরণ করে, ধরে নিয়ে যায় ও মামলাদেয় বলে অভিযোগ করেন। এই দিন মহিলারাও বাদ যাননি। তাদের টেনে হিচড়ে পুলিশ ধরে নিয়ে যায়।

ঠিক একই ভাবে ২০২১সালে রাজ্যের শিক্ষা দপ্তরে শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে পাশ করে। তাদের নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেই তাদের আটক করে দিনভর আটকে রাখে।

ঠিক একই ভাবে ১০,৩২৩চাকরিচুত্য শিক্ষকরা গণডেপুটেশন দিতে গেলে পুলিশ রীতিমতো নির্যাতন চালায় বলে অভিযোগ করেন। Tripura রাজ্যের বর্তমান সরকার ক্রমশ জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাই তারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে মানুষদেরকে দমন পীড়ন করছে। রাজ্যে পুলিশ রাজ কায়েম করার চেষ্টা করছে, তা বন্ধ করতে হবে বলেও দাবি জানান তিনি। মানুষ তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বললেও জানান।

সেই সঙ্গে প্রধান অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। পুলিশ এখন শাসক দলের হয়ে কাজ করছে। দেখা যাচ্ছে গতান্ত্রিক ভাবে যারা পদক্ষেপ নিচ্ছে তাদের দমনের জন্য অতিসক্রিয় ভূমিকা নিচ্ছে।

অথচ অপরাধীদের ধরতে পুলিশ তেমন কোন ভূমিকা নিতে পারছে না। এর ফলে পুলিশের উপর থেকে মানুষ আস্থা হারাচ্ছেন। এই পরিস্থিতিতে মানুষের আস্থা ধরে রাখার জন্য স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার পুলিশকে আহ্বান জানান। রাজ্যে একের পর এক ঘটনা ঘটলেও বর্তমান মুখ্যমন্ত্রী চুপ।

তিনি কোন কথা বলছেন না। তিনি সংবাদ মাধ্যমের সামনে আসার সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ মানিক সরকারের। আগের সরকার বিধানসভার ভিতরে ও বাইরে বিরোধীদের কথা শুনতো।

কিন্তু বর্তমান সরকার বিরোধীদের কথা বলার সুযোগ দিচ্ছে না। কথা বলতে চাইলে শুনছে না, এমনকি বিধানসভা অধিবেশন খুব স্বল্প সময়ে করা হচ্ছে। সেখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না।

তবে এইসবের বিরুদ্ধে মানুষ ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন তারা সময় মতো এর জবাব দেবেন বলেও জানিয়েছেন মানিক সরকার।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago