সংবাদ শীৰ্ষ

Rajasthanএ অস্বস্তিতে Congress: দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পর্যবেক্ষক পদ ছাড়লেন Ajay Maken

নয়াদিল্লিঃ Rajasthanএ অস্বস্তিকর অবস্থা কংগ্রেসের। এবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে পর্যবেক্ষকের পদ ছাড়লেন বর্ষীয়ান নেতা অজয় ​​মাকেন (Ajay Maken)। বর্ষীয়ান এই কংগ্ৰেস নেতার অভিযোগ, তাঁর সুপারিশ না মেনে কাজ করছে দলের শীর্ষ নেতৃত্ব। তিনি Rajasthanএ গেহলটপন্থী বিধায়কদের শাস্তি দেওয়ার কথা সুপারিশ করলেও সেটা কার্যকর হয়নি।

পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)কে চিঠি লিখেছেন, Rajasthanএর ইনচার্জ হিসাবে চালিয়ে যেতে তিনি অনিচ্ছা প্ৰকাশ করেছেন বলে জানা গেছে।  

Congressএর অন্দরে কান পাতলে জানা যাচ্ছে- অক্টোবরে কংগ্ৰেসের সভাপতি নির্বাচনের আগে নতুন করে Rajasthanএ বিশৃঙ্খল শুরু হয়। কংগ্ৰেসের শীর্ষ নেতারা চাইছিলেন অশোক গেহলট (Ashok Gehlot) Rajasthanএর মুখ্যমন্ত্ৰীর পদ খালি করে এসে Congressএর সভাপতি হন। সেই মতো তাঁকে প্ৰস্তাবও দেওয়া হয়। তবে গেহলট প্ৰথম থেকেই এই প্ৰস্তাবে গড়রাজি ছিলেন। তিনি কোনওভাবেই রাজস্থানের মুখ্যমন্ত্ৰীর পদ ছাড়তে রাজি ছিলেন না।  এই পরিস্থিতিতে সভাপতি মদে মনোনয়ন দেওয়ার দিন দুই আগে পার্টির ভেতরে ডামাডোল চরমে ওঠে।

মুখ্যমন্ত্ৰী পদে গেহলটের বিকল্প খুঁজতে দলের দুই পর্যবেক্ষক মল্লিকার্জুন খাড়গে এবং অজয় মাকেন রাজস্থানের বিধায়কের বৈঠক ডাকেন। কিন্তু সেই বৈঠকে প্ৰায় ৯০ জন বিধায়ক উপস্থিত ছিলেন না। উল্টে গেহলটপন্থী বিধায়করা স্পিকার সিপি জোশীর (CP Joshi) কাছে ছুটে যান ইস্তফা দিতে। তাঁদের দাবি, গেহলট ছাড়া তাঁর অন্য কাউকে মুখ্যমন্ত্ৰীর পদে দেখতে রাজি নন। তখন দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করেন অজয় মাকেন।

কিন্তু বাস্তবে দেখা যায়, বিদ্ৰোহী বিধায়কদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি Congress। শুধু শোকজ করে ছেড়ে দেওয়া হয়েছে। তাতেই ক্ষুব্ধ বর্ষীয়ন নেতা  Ajay Maken।

সূত্রের খবর, মাকেন নাকি ট্রেড ইউনিয়ন এবং NGOগুলির  মাধ্যমে Delhiর সমস্যার ওপর  মনোনিবেশ করতে চেয়েছিলেন।  তিনি বায়ু দূষণের সমস্যাগুলি উত্থাপন করতে এবং রাস্তার ধারে ব্যবসায়ী-বিক্রেতা, বস্তিবাসী এবং অননুমোদিত উপনিবেশের বাসিন্দাদের অধিকারের জন্য লড়াই করতে চান, যার জন্য তিনি আগে মন্ত্রী হিসাবে নির্দিষ্ট মূল্যবান অবদান রেখেছিলেন।

সব মিলিয়ে ফলে Gujarat ভোটের আগে Congress Partyতে এই নতুন সংকট দলকে বেশ অস্বস্তিতে ফেলতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

9 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago