গুয়াহাটিঃ অক্সফোর্ডের অডিও ডিকশনারিতে (Oxford Audio Dictionary) জায়গা করে নিল মোট ৮০০টি ভারতীয় শব্দ। ব্ৰিটিশ (British) অভিধানের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ড (England) ও আমেরিকার (America) পর ভারতীয় ইংরেজিকেই (Indian English) গুরুত্ব দেওয়া হয় তাদের তরফে। তবে লিখিত অভিধান নয়, অডিও অভিধানে (Oxford Audio Dictionary) জায়গা করে নিয়েছে ভারতীয় শব্দগুলো(Indian words)।

সেই তালিকায় রয়েছে ‘দেশ’(Desh), ‘বিন্দাস’(Bindas), ‘দিয়া’(Diya)র মতো বহু ভারতীয় শব্দ(Indian words) রয়েছে। ভারত ছাড়াও মোট ১৬টি দেশের ইংরেজি শব্দ রাখা হয়েছে অক্সফোর্ডের (Oxford) এই অডিও ডিকশনারিতে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্ৰেস (Oxford University Press) ২০১৬ সালে এই অডিও অভিধান তৈরির কাজ শুরু করেছিল। ব্ৰিটেন(Britain), আমেরিকা(America) ছাড়াও যেসমস্ত দেশের মানুষ ইংরেজি বলে থাকেন, তাঁদের শব্দভাণ্ডারকেও নিজেদের ডিকশনারির অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় অক্সফোর্ড। এই সংস্থার এডিটর ক্যাথরিন স্যাংস্টার (Catherine Sangster) জানিয়েছেন- আমেরিকা ও ব্ৰিটেনের পাশাপাশি ভারতীয় ইংরেজিও তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের বিন্দাস, দিয়া, বাচ্চা, আলমারির-এর মতো শব্দ ছাড়াও নিউজিল্যান্ড(New Zealand), ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মতো দেশগুলি থেকেও স্থানীয় শব্দ নেওয়া হয়েছে এই অভিধানে। এই শব্দগুলির মাধ্যমে আরও অনেক মানুষের কাছে ইংরাজি ভাষা পৌঁছে যাবে, আশাবাদী অক্সফোর্ড কর্তৃপক্ষ।