রাজ্য

মেঘালয়ে ধাক্কা খেল তৃণমূল! অভিষেকের ইস্তাহার প্ৰকাশের পরই দল ছাড়লেন এক প্ৰার্থী

শিলংঃ মেঘালয় (Meghalaya Vote) নির্বাচনের কথা মাথায় রেখে মঙ্গলবার শিলং (Shillong) গিয়ে ভোটের ইস্তাহার প্ৰকাশ করেছেন তৃণমূল কংগ্ৰেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ছাড়লেন দলেরই এক প্ৰার্থী। দলত্যাগী ওই তৃণমূল নেতার নাম সাম্বোরলাং ডিয়েংডোহ। তিনি পিন্থোরুমক্ৰাহ কেন্দ্ৰের প্ৰার্থী ছিলেন। তৃণমূল (Trinamool Congress) ছাড়লেও অবশ্য নির্দল হিসেবে ভোট লড়বেন সাম্বোরলাং।

তিনি জানিয়েছেন- ভাটে আছেন, কিন্তু দলে নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনা মেঘালয়ের(Meghalaya) তৃণমূল নেতৃত্বের চাপ বাড়িয়েছে।

সাম্বোরলাং পিন্থোরুমক্ৰাহ কেন্দ্ৰ থেকেই নির্দল প্ৰার্থী হিসেবে ভোটে লড়বেন। মেঘালয় নির্বাচনে (Meghalaya Vote) যেখানে ভোটে জিতে ক্ষমতায় আসার দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল, সেখানে নিজেদের প্রার্থীরই দলত্য়াগ তৃণমূলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।

যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ মেঘালয়ের (Meghalaya) তৃণমূল নেতৃত্ব। বুধবার মেঘালয়ের আরও তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল(Trinamool)। রাইলাংগ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন রবিয়াস সিংগকো(Raliang- Robinus Synkon), নংপু কেন্দ্রে লোংসিং বে (Nongpoh-Longsing Bey) ও মাওলাই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন স্টেপবার্ন কুপার রিনডেম (Mawlai- Stepbourne Kuper Ryndem)।

দল ছাড়ার কারণ হিসেবে  পিন্থোরুমক্ৰাহ কেন্দ্ৰের নির্দল প্ৰার্থী সাম্বোরলাং জানিয়েছেন-  ‘আমি গত কয়েক দিনের নির্বাচনী প্রচারে লক্ষ্য করছিলাম যে আমরা অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হচ্ছি। কিন্তু আমরা তো গঠনমূলক রাজনীতি করতে চেয়েছিলাম। তেমনটা না হওয়ায় আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’ তবে এই প্রথম নয়, এর আগেও কংগ্রেস ছেড়ে তৃণমূলে (Trinamool) যোগ দেওয়া বেশ কয়েকজন বিধায়ক দল ছেড়েছিলেন।

উল্লেখ্য যে, ২০২২ সালের আগস্টে তৃণমূল কংগ্ৰেসে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন ওই নেতা। তবে এই নেতার দল ছাড়া নিয়ে অন্য বক্তব্য তৃণমূল নেতৃত্বের। তাঁদের তরফে দাবি করা হয়েছে- যে নেতা দল ছেড়েছেন তিনি বেশি গুরুত্বপূর্ণ নন। তিনি না থাকলেও ভোটে লড়তে এবং ভাল ফল করতে কোনও সমস্যা হবে না। 

খুব শীঘ্ৰই ওই কেন্দ্ৰ বিকল্প প্ৰার্থীর নাম ভেবে জানানো হবে, একথা জানিয়েছেন মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুঁইয়া। আগামী ২৭ ফেব্ৰুয়ারি মেঘালয়ে ভোট। মনোনয়ন দাখিল শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। আপাতত ৫৪ আসনের প্ৰার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্ৰেস(Trinamool Congress)। মেঘালয়ে (Meghalaya) তৃণমূল (Trinamool) ক্ষমতায় এলে রাজ্যে তার নয়, মানুষ সরকার চালাবে। সাধারণ মানুষকে উপেক্ষা করে তৃণমূল কংগ্ৰেস (Trinamool Congress) কোনও সিদ্ধান্ত নেবে না প্ৰতিশ্ৰুতি দিয়েছে ঘাসফুল। মেঘালয়ের (Meghalaya Voter) ভোটারদের মন জয় করতে মাসে ১০০০ টাকা করে মহিলাদের ভাতা দেওয়া থেকে শুরু করে পড়য়াদের ল্যাপটপ সমেত একাধিক প্ৰতিশ্ৰুতি দিয়েছে তৃণমূল(Trinamool)।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

4 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

5 days ago