ওপার বাংলা

Bangladeshএ তোলাবাজি ও জমি নিয়ে কাজিয়ায় নিহত ৩

ঢাকা: তোলাবাজি ও জমি নিয়ে কাজিয়ায় বাংলাদেশে (Bangladesh) ৩ জন নিহত হয়েছে।দেশের উত্তর জনপদ জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

এতে জখম হয়েছেন আরও অন্তত ৫ জন। বুধবার ঘোড়াঘাট উপজেলার চুনিয়াপাড়া চারমাথা মোড়স্থানে এ কাণ্ড ঘটে। নিহত মনোয়ার হোসেন মিম চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে এবং রাকিব এ এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মনোয়ার হোসেন মিম ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে ওই জমিতে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এদের মধ্যে মনোয়ার হোসেন মিমকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এবং রাকিব হোসেনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এদিকে রাজধানী ঢাকার (dhaka) যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী কাঁচামালের আড়তে আল আমিন ও উজ্জল গ্রুপের তোলাবাজির দাপট দীর্ঘদিন ধরেই। তোলা আদায়ে তাদের রয়েছে ১০০ থেকে ১২০ জনের লাঠিয়াল বাহিনী। চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ।

রাতে ওই বাহিনীর একটি গ্রুপের সদস্যরা কাঁচামালের আড়তে প্রবেশ করে। তারা কুলি-মজুরের কাছ থেকে সিটি টোল আদায় করতে চাইলে আরেকটি গ্রুপের সদস্যরা বাঁধা দেয়।

পরে দুই গ্রুপের সংঘর্ষে পিকআপ শ্রমিক ইমরান (২৬) নিহত হয়। এ ঘটনায় মো. সিদ্দিকুর রহমান (২৫) ও শাহাদাত (২০) নামে দুই শ্রমিক গুরুতর জখম হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিটি টোল আদায় করাকে কেন্দ্র করে হতাহত ঘটে। নিহত ইমরান ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। ইমরান, সিদ্দিক ও শাহাদাত লাইনম্যান হিসেবে কাজ করতেন। লাইনম্যানের কাজ হলো ব্যবসায়ীদের কাছ থেকে তোলা ও বিভিন্ন টোলের টাকা তোলে।

সেখানে ডিউটিতে থাকা অবস্থায় হামলার শিকার হন তারা। এতে তিনজনই ছুরিকাঘাতে আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এ কাণ্ডর পর ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।

যাত্রাবাড়ী কুতুবখালী কাঁচামালের আড়তের তোলাবাজি নিয়ন্ত্রণ নিয়ে উজ্জল ও আল আমিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আঘাতপ্রাপ্ত হন। এদের মধ্যে ইমরান নিহত হন।

ডিএমপির ডেমরা জোনের এসি মধুসূদন দাস বলেন, দুই পক্ষের তোলা তোলাকে কেন্দ্র করে খুনের এ কাণ্ড ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

23 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago