নয়াদিল্লিঃ ইংল্যান্ডকে(England) ৭ উইকেটে হারিয়ে রবিবার অনূর্ধ্ব -১৯ মহিলা বিশ্বকাপ (U19 T20 World Cup) জয় করল ভারত (India)। ভারতের ক্ৰিকেট হিতাহাসে রচিত হল সোনালি ইতিহাস।

ভারতীয় মহিলা ক্ৰিকেট দলের ওপেনিং ব্যাটার শেফালি বার্মার(Shafali Verma) নেতৃত্বাধীন ভারতীয় তরুণির দল(Women’s Cricket Team ) রবিবার দক্ষিণ আফ্ৰিকার (South Africa) মাটিতে জয় করল উদ্বোধনী বর্ষের অনুর্ধ্ব মহিলা টি ২- বিশ্বকাপের খেতাব(U19 T20 World Cup) ।

ইংল্যান্ডকে(England) হারাতে সে ভাবে বেগ পেতে হয়নি ভারতকে। বোলারদের দাপটে মাত্র ৬৮ রানেই ইংরেজদের ইনিংস মুড়িয়ে দেন ভারতীয়রা। জয়ের রান তুলতে মাত্র তিন উইকেট খরচ করতে হয়েছে। ভাল খেলেন সৌম্যা তিওয়ারি(Soumya Tiwari) এবং গঙ্গোডি তৃষা।
অর্চনা দেবী এবং পর্শভি চোপ্ৰা ইংল্যান্ডের ২টি করে উইকেট দখল করার বিপরীতে মন্নত কাশ্যপ, অধিনায়ক শেফালি বার্মা এবং সোনম যাদব একটি করে উইকেট ফেলেন।
ইংল্যান্ডের হয়ে রিয়ানা মেডোনাল্ড গেই সর্বাধিক ১৯ রান সংগ্ৰহ করে। ১১ রান করে ম্যাচে অবদান জুগিয়েছে অ্যালেক্সা স্টনহাউস এবং সোফিয়া স্মেল।
ভরতের জয়ের জন্য ৩ রান প্য়োজন থাকা অবস্থায় ত্ৰিশা ২৪ রান করে বিদায় নেন। তিওয়ারি রিশিতা বসুর সঙ্গে মিলে ভারতের জয়ের জন্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে। তিওয়ারি ২৪ রানে অপরাজিত থেকে ভারতের জয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রবিবারের ম্যাচের পর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শেফালি(Shafali Verma)। সাধারণত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলে সিনিয়র দলে সুযোগ পান ক্রিকেটাররা। শেফালি এবং আরও কিছু মহিলা ক্রিকেটারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তাঁরা আগেই সিনিয়র দলে খেলে ফেলেছেন। তবু যে কোনও বিশ্বকাপ জয়ের স্বাদই অন্য রকম। সেটা মাথায় রেখেই শেফালি বলেন, “যে ভাবে দলের প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিযোগিতা জুড়ে খেলেছে, তাতে আমি প্রচণ্ড খুশি। দলের স্টাফদেরও ধন্যবাদ। গোটা প্রতিযোগিতায় আমার পাশে ছিল এবং মনে করিয়ে দিয়েছে, ট্রফি জেতার জন্য ঠিক কী করতে হবে। সতীর্থদেরও সমর্থন পেয়েছি। বোর্ডকেও অনেক ধন্যবাদ আমাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্যে।”