খেলা

৬ মে থেকে শুরু মহিলা আইপিএল, ‘ট্রেলব্লেজার্স’ দলের হয়ে খেলবেন বাংলার ঝুলন

এবার মহিলাদের নিয়ে শুরু হতে যাচ্ছে আইপিএল। মূলত তিনটি দল নিয়ে খেলা হবে। তিন দলের নেতৃত্বে থাকবেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও মিতালি রাজ। আগামী ৬ মে থেকে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে।

তিনটি দল হচ্ছে, সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি। এর মধ্যে, ট্রেলব্লেজার্স দলে খেলার সুযোগ পেয়েছেন বাঙালির গর্ব অল-রাউন্ডার ক্রিকেটার ঝুলন গোস্বামী।

‘সুপারনোভাস’- এর কোচ হিসেবে রয়েছেন ডব্লুভি রামন। এছাড়াও অন্যান্যরা হলেন, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), অনূজা পাতিল, অরুন্ধতী রেড্ডি, চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), জেমিমা রডরিগেজ, লিয়া তাহুহু (নিউজিল্যান্ড), মানসী যোশী, নাতালি সিভার (ইংল্যান্ড), পূণম যাদব, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), তানিয়া ভাটিয়া (উইকেটকিপার)।

ট্রেলব্লেজার্স-র কোচ- বিজু জর্জ। অন্যান্যরা হলেন, স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), ভারতী ফুলমালি, দায়ালান হেমলতা, দীপ্তি শর্মা, হার্লিন দেওল, জাসিয়া আখতার, ঝুলন গোস্বামী, আর কল্পনা (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, শাকিরা সেলমান (ওয়েস্ট ইন্ডিজ), সেফি একলেস্টোন (ইংল্যান্ড), স্টেপানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), সুজি বেটিস (নিউজিল্যান্ড)।

ভেলোসিটি-র কোচ – মমতা মাবেন। অন্যান্যরা হলেন, মিতালি রাজ (ক্যাপ্টেন), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), ড্যানিয়েলে ওয়াট (ইংল্যান্ড), দেবিকা বৈদ্য, একতা বিস্ট, হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), জাহানারা আলম (বাংলাদেশ), কোমল ঝাঁঝড়, শেফালি বর্মা, শিখা পান্ডে, সুষমা বর্মা (উইকেটকিপার), সুশ্রী দিব্যদর্শিনী, বেদা কৃষ্ণমূর্তী।

উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ-এর সূচি হচ্ছে, ৬ মে- সুপারনোভাস বনাম ট্রেলব্লেজার্স, ৮ মে- ট্রেলব্লেজার্স বনাম ভেলোসিটি। ৯ মে- সুপারনোভাস বনাম ভেলোসিটি।

১১ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ভারতের মহিলা ক্রিকেট জগতে, বেশ সাড়া ফেলেছেন ডানহাতি ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। বাঙালির গর্ব ঝুলন পেয়েছেন অনেক পুরস্কারও। ২০০৭ সালের বর্ষসেরা আইসিসি নারী খেলোয়াড় পুরস্কার লাভ করেন তিনি। ২০১১ সালের শ্রেষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে এমএ চিদাম্বরম ট্রফি ছিনিয়ে নেন অল-রাউন্ডার ক্রিকেটার ঝুলন গোস্বামী। ২০১০ সালে পেয়েছেন অর্জুন পুরস্কারও। পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও, মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ভারতের ডানহাতি ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। এই রেকর্ড গড়তে তিনি পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজপ্যাট্রিককে।

অন্যদিকে, মহিলা টি-টোয়েন্টি আইপিএলে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন জাহানারা আলম। ভেলোসিটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ থেকে জাহানারাই প্রথম ডাক পেয়েছেন। এবার তাঁর হাত ধরে বাংলাদেশের মহিলা ক্রিকেট আরও একধাপ এগিয়ে যাবে, এমটাই মনে করছে সচেতন মহল।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago