Jobs

DRDOতে ১০৬১ টি শূন্য প্রশাসনিক পদে নিয়োগ

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation-DRDO) এর অধীনে ১০৬১ টি শূন্য প্রশাসনিক পদে নিয়োগ করা হচ্ছে। 

সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট (CEPTAM), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) অ্যাডমিন এবং অ্যালাইড ক্যাডার (A&A) এর অধীনে ১০৬১টি শূন্য পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। 

পদের নাম: জুনিয়র ট্রান্সলেশন অফিসার (JTO)। পদের সংখ্যা ৩৩। শিক্ষাগত যোগ্যতা- ডিগ্রী স্তরে বাধ্যতামূলক/ইলেকটিভ বিষয় হিসাবে হিন্দি/ইংরেজি সমেত ইংরেজি/হিন্দিতে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি। 

শিক্ষার মাধ্যম হিন্দি সহ যেকোনও বিষয়ে একটি স্বীকৃতপ্ৰাপ্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি এবং ডিগ্রি স্তরে একটি বাধ্যতামূলক বিষয় হিসাবে ইংরেজি সহ পরীক্ষা 

অথবা

প্রধান বিষয় হিসাবে হিন্দি এবং ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা মাধ্যম হিসাবে দুটির যে কোনও একটি

পরীক্ষা এবং অন্যান্য একটি প্রধান বিষয় হিসাবে স্বীকৃত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স ইন

হিন্দি এবং ইংরেজি থেকে অনুবাদ এবং তার বিপরীত অথবা ভারত সরকার সহ কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অফিসে অনুবাদ কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

শূন্য পদ স্টেনোগ্রাফার গ্রেড-১ (ইংরেজি টাইপিং)। পদের সংখ্যা ২১৫। শিক্ষাগত যোগ্যতাঃ  স্বীকৃতপ্ৰাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। দক্ষতা পরীক্ষার নিয়ম: শ্রুতিলিপি: প্ৰতি ১০মিনিটে ১০০ শব্দ লিখতে হবে। ইংরেজি ট্রান্সক্রিপশন  ৪০ মিনিট শুধুমাত্র কম্পিউটারে লিখতে হবে। 

স্টেনোগ্রাফার গ্রেড-২ (ইংরেজি টাইপিং) শূন্য পদের সংখ্যা ১২৩। শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃতপ্ৰাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাস। দক্ষতা পরীক্ষার নিয়ম: শ্রুতিলিপি: প্ৰতি ১০ মিনিটে ৮০ শব্দ লিখতে হবে।  ইংরেজি ট্রান্সক্রিপশন:৫০ শুধুমাত্র কম্পিউটারে কাজ হবে।

পদের নাম: প্রশাসনিক সহকারী ‘এ’ (ইংরেজি টাইপিং) (Administrative Assistant ‘A’ -English Typing)

শূন্য পদের সংখ্যা: ২৫০ 

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাস বা সমমানের। কম্পিউটারে দক্ষতা পরীক্ষার নিয়ম: ইংরেজি টাইপিং @ ৩৫ শব্দ প্রতি মিনিটে (সময় অনুমোদিত -১০ মিনিট।) (প্রতি মিনিটে ৩৫ শব্দ প্রতি মিনিটে 10500 KDPH-এর সাথে মিলে যায় গড়ে ৫টি কী ডিপ্রেশন প্রতিটি শব্দের জন্য)।

প্ৰশাসনিক সহকারী ‘এ’ (Administrative Assistant ‘A’ -Hindi Typing)। শূন্য পদের সংখ্যা ১২। 

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমমানের। কম্পিউটারে দক্ষতা পরীক্ষার নিয়ম: হিন্দি টাইপিং @ ৩০ শব্দ প্রতি মিনিটে (সময় অনুমোদিত-১০ মিনিট।) (প্রতি মিনিটে ৩০ শব্দ প্রতি মিনিটে ৯০০০ KDPH এর সাথে মিলে যায় গড়ে ৫ কী ডিপ্রেশন প্রতিটি শব্দের জন্য)।

পদের নাম: স্টোর সহকারী ‘এ’ (ইংরেজি টাইপিং)। শূন্য পদের সংখ্যা ১৩৪। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। কম্পিউটারে দক্ষতা পরীক্ষার নিয়ম: ইংরেজি টাইপিং প্রতি মিনিটে ৩৫ শব্দ। সময় – ১০ মিনিট।

পদের নাম: স্টোর সহকারী ‘এ’ (হিন্দি টাইপিং)। শূন্য পদের সংখ্যা ৪। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। কম্পিউটারে দক্ষতা পরীক্ষার নিয়ম: হিন্দি টাইপিং @ প্রতি মিনিটে ৩০ শব্দ। সময় – ১০ মিনিট

পদের নাম: নিরাপত্তা সহকারী ‘এ’। শূন্য পদের সংখ্যা ৪১। শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ তম শ্রেণী উত্তীর্ণ বা একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সমতুল্য বা প্রাক্তন শারীরিক সুস্থতা এবং কঠোর দায়িত্ব পালনের ক্ষমতার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী দ্বারা প্রদত্ত সমতুল্য শংসাপত্র।

যানবাহন অপারেটর ‘এ’ শূন্য পদের সংখ্যা ১৪৫। 

যোগ্যতা: দশম শ্রেণি পাস। (i) দুই বা তিন চাকার এবং হালকা এবং ভারী যানবাহনের জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা, এবং (ii) মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে ( প্ৰার্থীকে গাড়ির ছোটখাটো ত্রুটি ঠিক করতে জানতে হবে।)। (iii) মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 

পদের নাম: ফায়ার ইঞ্জিন ড্রাইভার ‘এ’। শূন্য পদের সংখা ১৮। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ। (i) দুই বা তিন চাকার গাড়ি এবং হালকা এবং ভারী যানবাহনের জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা, এবং (ii) ট্রাফিক রেগুলেশন জ্ঞান থাকতে হবে। (iii) কঠোর দায়িত্ব পালনের জন্য শারীরিক সুস্থতা থাকতে হবে। 

পদের নাম: ফায়ারম্যান। শূন্য পদের সংখ্যা ৮৬। 

যোগ্যতা: সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (১০+২ সিস্টেমের অধীনে ১০ তম স্ট্যান্ডার্ড পাস) কেন্দ্রীয়/রাজ্য সরকার দ্বারা স্বীকৃত। শারীরিক সুস্থতা এবং কঠোর দায়িত্ব পালনের ক্ষমতা।

আগামী ৭ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে প্ৰার্থীদের অনলাইনে ওয়েবসাইটে https://www.drdo.gov.in/ আবেদন করতে হবে। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago