কলকাতা: এই তো গরম আসছে, বাড়বে বেলের চাহিদা। বেলের সরবত খেলে পেট খুব ঠাণ্ডা থাকে।
যাদের গায়ে ঘাম বেশি হয় আর ঘামে খুব দুর্গন্ধ হয় তারা বেল পাতার রস জলে মিশিয়ে সেই জল দিয়ে শরীর মুছে নেবেন। কিছুক্ষণ পর স্নান করুন। দারুণ কাজে আসবে এই টোটকা।
আমাশয় আর ডায়রিয়ার জন্যে তো খুব উপকারি বেল। কচি বেল কেটে টুকরো করে জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে ছেঁকে নিয়ে সেই জল পান করুন। এতে আমাশয় ও ডায়রিয়া ভালো হবে।

যাদের পেটে গ্যাস হয় বা পায়খানা পরিষ্কার হয় না। তারা নিয়মিত বেলের শাঁস খান।
যাদের হৃদযন্ত্র, মস্তিষ্ক ও পাকস্থলি দুর্বল তাঁরাও পাকা বেলের শাঁস শরবত করে খেলে কাজে আসবে।
