বিনোদন

মর্মান্তিক নির্ভয়া কাণ্ডঃ রাজনৈতিক মতাদর্শ ভিন্ন বলে পুরুষতান্ত্রিকতাকে অস্বীকার করবেন স্বস্তিকা?

আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের বিরুদ্ধে মন্তব্য করার জন্যে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

২০১২ সালে হৃদয় কাঁপানো নয়া দিল্লির নির্ভয়া ধর্ষণকাণ্ডে ফাঁসির আসামি ৪ অভিযুক্তকে ক্ষমা করে দেয়ার জন্যে মৃতার মায়ের কাছে পরামর্শ রেখেছিলেন আইনজীবী ইন্দিরাদেবী। এর দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন সোনিয়া গান্ধীর কথা!

আইনজীবীর বিরুদ্ধে বৃহস্পতিবার সরব হয়েছেন স্পষ্টবাদী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বরাবরই ঠোঁটকাটা কঙ্গনা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যে সমস্ত মহিলারা জয়সিংয়ের মতো এ ধরনের দাবি করেন তারাই এরকম ‘রাক্ষস এবং খুনিদের’ জন্ম দেন।

আশ্চর্যজনকভাবে কঙ্গনার এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন আরেক স্পষ্টবাদী টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

স্বস্তিকার অভিযোগ “নিজের মন্তব্য পেশ করার মতো জায়গা আপনার রয়েছে, কিন্তু তা বলে কি আপনি এইভাবে মন্তব্য করবেন কঙ্গনা রানাউত? আপনার পুরো মন্তব্যটাই তো নারীবিদ্বেষী! মহিলাদের এত অসম্মান, লজ্জার!”

কঙ্গনার মতো স্পষ্টবাদী বলেই পরিচিত স্বস্তিকা। তিনিও সময়ে অসময়ে নারী নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছেন।

তবে এবার স্বস্তিকার এমন আপত্তিতে অনেকেই সমালোচনা করছেন। কারণ ধর্ষণ অথবা নারী নির্যাতনের মূল কারণ পুরুষতান্ত্রিকতা। এই পুরুষতন্ত্রকে জিইয়ে, খাইয়ে-দাইয়ে লালন-পালন করছে কেবল পুরুষরাই নয়। নারীও।

এই তন্ত্রকে বিশ্বাস করা বহু নারী নিজের স্বজাতি নারীদেরই স্বাধীনতার বিপক্ষে! এই যুক্তিতে কঙ্গনা রানাওয়াত যে ইন্দিরা জয়সিংয়ের মন্তব্যের চরম বিরোধিতা করেছেন, তাতে কোন ভুল হয়নি। বরং কঙ্গনা সমাজের মূল স্থানটা ধরে সমালোচনা করেছেন।

টলিউড এবং বলিউড জগতের দুই অভিনেত্রী সমাজের দিক দিয়ে যথেষ্ট সচেতন এবং নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাসী। তবে পার্থক্য হলো, রাজনৈতিক মতাদর্শের।

কঙ্গনা রানাওয়াত যখন গেরুয়া সমর্থক, স্বস্তিকা তখন ভিন্ন মেরুর বাসিন্দা তৃণমূল সমর্থক। এনআরসি, এনপিআর এবং সিএএ’র বিরোধিতায় সোচ্চার মোদি সরকারের বিরুদ্ধে। ‘কাগজ আমরা দেখাবো না’র দলেও নাম লিখিয়েছেন।

তবে সাধারণ মানুষ, যারা নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত দোষীদের অবিলম্বে শাস্তি চাইছেন, একইসঙ্গে আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের ঘৃণ্য পরামর্শের তীব্র বিরোধিতা জানিয়েছেন, তাঁরা জানাচ্ছেন,”রাজনৈতিক মতাদর্শ এবং জনগণের কাছে নিজের ভাবমূর্তি বজায় রাখার চেয়েও নির্যাতিত, নিপীড়িত একটি মেয়ের পাশে সবচাইতে আগে দাঁড়ানো কর্তব্য নারী-পুরুষ নির্বিশেষে। এবং পুরুষের পাশাপাশি নারীও যে পুরুষতান্ত্রিকতাকে লালন করছে, একথা স্বীকার করা।”

এছাড়া, চলন্ত বাসে ধর্ষণের শিকার হওয়া মৃত নির্ভয়ার মা আশাদেবী সম্পূর্ণভাবে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের স্বপক্ষে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, “হিউম্যান রাইটসের নামে যে ইন্দিরা দেবী ব্যবসা চালাচ্ছেন, তাঁকে মোক্ষম জবাব দিয়েছেন কঙ্গনা। আমি তাঁকে সমর্থন করি।” গলা ভিজে আসা কন্ঠে এক অসহায় মা জানাচ্ছেন, “আমি শীঘ্রই আমার মেয়ের নির্যাতকদের ফাঁসি চাই। আর কিছুর প্রয়োজন আমার নেই। ৭ বছরের অপেক্ষা আমার।”

 

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago