কলকাতা: মারা গিয়েছেন Queen Elizabeth ll, রানির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রানির যৌবনের ছবি পোস্ট করে লিখেছেন শুভশ্রী (subhashree) তাঁর জীবন রানির সেবার নিযুক্ত করবেন।
তীব্র হাসির খোরাক হলেন অভিনেত্রী Subhashree Ganguly। কেউ জানতে চেয়েছেন উনি কী শুভশ্রীকে (subhashree) কোহিনূর দিয়ে গিয়েছেন কেউ আবার প্রশ্ন তুলেছেন ‘সার্ভিস টু হু…?’

উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার দুপুরে বালমেরাল রাজপ্রাসাদে ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানি এলিজাবেথ (Queen Elizabeth ll)। ব্রিটেনের সময় অনুযায়ী এলিজাবেথের মরদেহ নিয়ে আসা হয় লন্ডনে।
বিশ্বের নেতারা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। রানি এলিজাবেথের (Elizabeth ll) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
রানি এলিজাবেথের যৌবনকালের একটি সুন্দর ছবি নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করে শুভশ্রী গাঙ্গুলি (subhashree) শোকবার্তা লিখতেই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হলেন।

সোশ্যাল মিডিয়ায় রানি এলিজাবেথের ছবি পোস্ট করে শুভশ্রী গাঙ্গুলী (subhashree) লিখেছেন “আমার গোটা জীবন তা সে দীর্ঘস্থায়ী হোক বা ক্ষনস্থায়ী, আপনার সেবায় নিযুক্ত করব। রানি এলিজাবেথ (Elizabeth ll) আপনার আত্মার শান্তি কামনা করি। “
এবং এই পোস্ট দিয়েই নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গেপাধ্যায় (Subhashree Ganguly)।
কেউ লিখেছন, ‘এখনও এদের মন থেকে দাসত্ব যায়নি।’ আরো লিখেছেন ‘আপনার এত দুঃখ কেন হচ্ছে। একটা কোহিনূরও তো দিয়ে যায়নি। যদি কোহিনূর পেয়ে রানির মৃত্যুতে শোকাহত হতেন তাহলে বুঝতাম।