কলকাতা: সরস্বতী পুজোর (Saraswati Puja) আনন্দে মেতেছে গোটা টলিউড। সবার মনে আনন্দ। ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন দেবী প্রতিমার সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷ অনুরাগীদের সকলকে পুজোর শুভেচ্ছা জানালেন তিনি ৷

লকেট চট্টোপাধ্যায়কেও দেখা গেল দেবীকে ভক্তিভরে প্রণাম করতে

শুভশ্রী আর ইউভানের ছবি এখন ভাইরাল। অভিনেত্রী শুভশ্রী পুজোর দিনে মেতে উঠলেন ইউভানকে নিয়ে ৷ তাঁর কোলে সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত ইউভানের ছবি নেট মাধ্যমে ভাইরাল

সব্য়সাচী-পুত্র গৌরব চক্রবর্তীও পুজোয় মেতে উঠেছেন স্ত্রী ঋদ্ধিমাকে নিয়ে ৷
