বিনোদন

একদিকে রানুদির মেয়ের তীব্র অভিযোগ, অন্যদিকে অতীন্দ্রর জোর প্রতিবাদ, সত্য কোনটা?

রানু মণ্ডল ট্রেন্ড তো চারদিকে ছেয়ে গেছে। ইউটিউব, গুগল, ফেসবুক, ইন্সটাগ্রাম কোন সোশ্যাল মিডিয়া বাদ নেই যেখানে রানু মণ্ডল সার্চ হয়নি। সকলের পাস্ট লিস্ট ঘাটলেই দেখা যাবে এই নামটি।

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে হঠাৎ করে ভাগ্যের দৌলতে অতীন্দ্র চক্রবর্তীর সহায়তায় রানুদি হিমেশ রেশমিয়ার সঙ্গে বর্তমানে গান করে চলেছেন!

সম্প্রতি রানু মণ্ডল সংবাদ মাধ্যমে তাঁরই সাহায্যকারী অতীন্দ্র চক্রবর্তী এবং তপনদাকে ‘ভগবানের চাকর’ সম্বোধন করায় প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন নেটিজনেরা। সামাজিক মাধ্যম ভরে গেছে রানুদির বিরুদ্ধে অশ্লীল গালাগালে। অথচ সেই অতীন্দ্র এবং তপনবাবুর কোন বক্রোক্তি করেননি। বরং তাঁরা নিজেরা নিজেদের ‘চাকর’ বলেই মনে করেন।

আমরা যদি সংকীর্ণতার উর্দ্ধে উঠে মুক্ত মনে বিচার করি, তাহলেই বুঝতে পারব, আমরা আসলে সকলেই ঈশ্বরের চাকর।

তবে এবার যে বিতর্ক তথা রানু মণ্ডলকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, সে জট ভাঙতে বোধকরি ক্ষাণিক সময় লাগবে। কে সত্য, কে মিথ্যা বোঝার উপায় নেই।

যে রানু মণ্ডলের মেয়ে এলিজাবেথ সাথী রায় মা যখন স্টেশনে ভিক্ষা করতেন, তখন কোনরকম যোগাযোগই রাখার চেষ্টা করেননি, সেই মেয়েই মা রাতারাতি সেলিব্রিটি হবার সঙ্গে সঙ্গে চলে এসেছেন! এমনকি সাংবাদিকদের সঙ্গেও সাথী দেবীর ব্যবহার ছিল ভদ্রহীন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর মাকে তিনি এখন কেমন দেখলেন? সাথী দেবী অটোতে পা রাখতে রাখতে রাগত স্বরে জবাব দিলেন ‘একটু ভাল’!

 

সাথী রায় ও রানুদি

প্রশ্ন হল, বর্তমানে সারা দেশের এত ভালবাসা, মায়ের আসনে বসিয়ে রানুদিকে যে সম্মান প্রদর্শন করছে মানুষ, এই সময় যদি ‘একটু ভাল’ উত্তর হয়, তবে অতীতে মা যখন স্টেশনে ভিক্ষে করে দু-চার পয়সা রোজগার করে পেট চালাতেন, তখন রানুদির অবস্থা কেমন ছিল মেয়ের চোখে?

যদিও রানুদি এবং সাথী দাবি জানিয়েছেন, সাথী নাকি মাকে সামান্য সাহায্যের জন্যে মাসে ৩০০-৪০০ টাকা পাঠাতেন।

যাই হোক, সেই সাথী রায়ের অভিযোগের আঙুল এবার অতীন্দ্র চক্রবর্তী, তপনবাবু এবং রানাঘাটের আমরা সবাই শয়তান ক্লাবের বিরুদ্ধে। সাথীর অভিযোগ, ‘ওঁরা মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে, মাকে জরুরি জিনিসপত্র কিনে দেবে বলে। কিন্তু শুধু একটা স্যুটকেস কিনে দিয়েছে। আমি ওদের বিশ্বাস করি না।’ সূত্র নিউজ ১৮ ।

এদিকে অতীন্দ্র চক্রবর্তী সম্প্রতি ফেসবুক লাইভে এসে ক্ষোভিত স্বরে জানিয়েছেন, এমন রটনার কোন কারণ নেই। রানু দিদিকে তাঁরা ভালবেসে এবং গানের গলায় মুগ্ধ হয়ে উচ্চতায় নিয়ে এসেছেন। মুম্বাইয়ে গান গাইছেন রানুদি। এতে কোন স্বার্থ নেই ক্লাব অথবা তাঁদের। তবে তিনি রানুদির মেয়ের বিরুদ্ধে কোন কথা বলেননি। বলেছেন, যাঁরা এই গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে।

এই লাইভে রানুদিও ছিলেন, তাঁকে একদিকে বলে দিচ্ছেন অতীন্দ্রবাবু জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখার জন্যে যে, অতীন্দ্র বাবু কিংবা তপন বাবু কেউই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা নেননি। রানুদি সেই মতোই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে স্বীকারোক্তি দিয়েছেন।

রানুদি আরো যোগ করেন, এভাবে মানুষের নামে মিথ্যা রটানো কখনোই উচিৎ নয়।

একদিকে রানু মণ্ডলের মেয়ের অভিযোগ টাকা নিয়েছেন, এমনকি মায়ের সঙ্গে দেখা করলে পা ভেঙে দেয়া হবে, অপরদিকে অতীন্দ্র বাবুর প্রবল প্রতিবাদ। দেখা যাক কদ্দিন চলে এই গল্প।

তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে, অতীন্দ্রবাবু যখন রানুদির সুরেলা কন্ঠে ‘এক প্যার কা নাগমা হ্যায়’ গানটি শুনে ভিডিও রেকর্ড করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, তখনও পর্যন্ত হয়তো তিনি নিজেও জানতেন না, সে গান এত জনপ্রিয়তা পাবে। কিংবা হিমেশ রেশমিয়ার মতো একজন বিখ্যাত গায়ক রানুদিকে দিয়ে ‘তেরি মেরি’ গাওয়াবেন।

সবটাই ঘটে গেছে, কেবল ঘটে গেছে অজান্তেই, সাবলীল ভাবে।

তবে কি অতীন্দ্রবাবুর কোন দোষ ছাড়াই সাথী রায় অভিযোগ করছেন? এই প্রশ্নের পেছনে লুকিয়ে থাকা আসল সত্য কি ?

 

 

 

 

 

 

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

16 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago