Categories: বিনোদন

Nora Fatehi not going to Bangladesh in December: Dhaka- য় সংস্কৃতি মন্ত্রকের অনুমতি না মেলায় যাওয়া হচ্ছে না Nora Fatehi-র

ঢাকা: বলিউডের (Bollywood) নৃত্যশিল্পী নোরা ফতেহিকে (nora fatehi) একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় (dhaka) আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশের (Bangladesh) সংস্কৃতি মন্ত্রক থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না বলে জানিয়েছেন আয়োজকেরা।

এ অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া মিডিয়াকে জানিয়েছেন, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রক বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসতে পারেন তিনি।

এদিকে প্রতারণার দায়ে গ্রেপ্তার সুকেশ চন্দ্রশেখরের (sukesh chandrashekhar) সঙ্গে বলিউড (Bollywood) অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের (Jacqueline Fernandez) পাশাপাশি বলিউডের ‘আইটেম ড্যান্সার’ (item dancer) হিসেবে পরিচিত নোরা ফাতেহিসহ (nora fatehi) আরও কয়েকজন নায়িকার নামও জড়িয়ে পড়েছে। অবশ্য ভারতের আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নোরাকে (nora) এই মামলার অন্যতম সাক্ষী বানিয়েছে।

নোরাকে (Nora) সাক্ষী বানানো নিয়ে প্রশ্ন তুলছেন জ্যাকুলিন (Jacqueline Fernandez)। বলিউড (Bollywood) অভিনেত্রীর অভিযোগ, মামলায় জড়িত তাঁকে ছাড়া অন্য সবাইকে সাক্ষী হিসেবে তুলে ধরা হচ্ছে, অথচ অনেকেই সুকেশের (Sukesh) কাছ থেকে দামি দামি উপহার পেয়েছেন।

সুকেশ চন্দ্রশেখরের (sukesh chandrasekhar) ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় এবার বড়সড় প্রশ্নের মুখে পড়েছেন নোরা ফতেহি (Nora fatehi)। গত শুক্রবার আর্থিক অপরাধ শাখার (ইওডব্লিউ) জেরার মুখে পড়েন এই বলিউড অভিনেত্রী।

অভিযোগ, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (sukesh chandrashekhar) অভিনেত্রী জ্যাকুলিন, নোরা, লীনা মারিয়া পালের জন্য কোটি কোটি রুপি খরচ করেছিলেন। এই তিনজনকে কোটি রুপির উপহার দিয়েছিলেন তিনি।

তিনজনকেই বারবার জেরার মুখে পড়তে হচ্ছে। দিল্লি পুলিশ ইতিমধ্যে লীনা মারিয়া পালকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছে। নোরা ও জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-প্রমাণাদি সংগ্রহের চেষ্টা করছে দিল্লি পুলিশ।

ইওডব্লিউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নোরা (Nora) গত শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাদের দপ্তরে পৌঁছান। সন্ধ্যা সাতটা পর্যন্ত চলেছিল অভিনেত্রীর জিজ্ঞাসাবাদ। ছয়জনের বেশি আধিকারীকের প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছিল নোরাকে (Nora)।

জিজ্ঞাসাবাদের সময় নোরা তাঁর সঙ্গে সুকেশের সাক্ষাৎ ও তাঁদের মধ্যে হওয়া কথোপকথনের কথা বলেছেন। সুকেশের কাছ থেকে বিএমডব্লিউ গাড়ি উপহার পাওয়ার কথা স্বীকার করেছেন অভিনেত্রী। এ ছাড়া সুকেশের থেকে তিনি আর কিছু নেননি বলে জানিয়েছেন।

এক অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকেশ এই বহুমূল্য গাড়িটি উপহার দিয়েছিলেন বলে জানান নোরা। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মামলাটির সঙ্গে নোরার খুব বেশি যোগাযোগ নেই। জানা গিয়েছে, সুকেশের বিরুদ্ধে ইডিতে সাক্ষ্য দেবেন নোরা।

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা (Nora) এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’।

হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও তাঁর সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।

‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার (Nora)জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা (Nora)।

সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা (Nora)। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago