বিনোদন

নিরাপত্তাহীনতায় ভুগছে শহর কলকাতা ! রাজ্য প্রশাসন তৎপর নয় ! ঊষসী কাণ্ডে বিনোদন জগতের অভিনেত্রীরা দিলেন মতামত

‘আমাকে রাত করে বাড়ি ফিরতে হতে পারে । রাত করে আমার কাজ থাকতে পারে । তাই বলে একটি মেয়েকে এভাবে নির্যাতনের শিকার হতে হবে ? কোন সভ্য সমাজ এটা মেনে নিতে পারবে কি ?  তাতে কি মনে হচ্ছে না আমাদের সমাজ চরিত্রহীনতায় ভুগছে ‘!

গত ১৮ জুন মাঝরাতে ২০১০ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ী মডেল-অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত  শহরের একটি পাঁচতারা হোটেল থেকে রাতে বাড়ি ফেরার সময় বেপরোয়া যুবকদের আক্রমণের শিকার হলেন ।

টেনে হিঁচড়ে তাঁর থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয় । এমনকি প্রাণটাও যেতে পারত !

ভয়ংকর সেই রাতের অভিজ্ঞতা তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ।

উন্মত্তদের দ্বারা তো শ্লীলতাহানির শিকার হয়েছেনই, এমনকি সে রাতে পুলিশও তাঁকে কোনপ্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলেই তিনি অভিযোগ করেছেন । আশ্চর্য ! এ যেন ঠিক এনআরএস ঘটনার পুনরাবৃত্তি !

শুধু কি নারীরাই নিরাপত্তাহিনতায় ভুগছেন ! তা তো এ ঘটনায় মনে হয় না । কারণ ঊষসী অভিযোগ করেছেন, সে রাতে যদি তিনি গাড়ি থেকে নেমে না পড়তেন, তাহলে তাঁর চালক খুন হয়ে যেতে পারত !

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিনোদন জগতের অন্যান্য অভিনেত্রী কী বলছেন?

> দিতি সাহাঃ
আমাদের নানা রকমের কাজের জন্য অনেক সময়েই রাত করে বাড়ি ফিরতে হয়। আমার মতে, আপদকালীন পরিস্থিতিতে পুলিসকে আরও তৎপরতা দেখাতে হবে। একটা সময়ের পরে সত্যিই খুব ভয় লাগে। এই ঘটনাটা শোনার পরেই আমি ঊষসীদিকে ফোন করেছিলাম। আমায় বলল, আমি যদি গাড়ি থেকে না বেরোতাম, তাহলে হয়তো ওরা চালককে মেরে নিজেদের মতো চলে যেত।

এখন সন্ধের পরে কোনও মিটিং বা পার্টিতে গেলেও ভাবতে হয় কী পরে যাব। কারণ বাড়ি ফিরতে রাত হবে। আমরা অনেকেই অ্যাপ ক্যাব ব্যবহার করি। কিছু যুবক এখন অত্যন্ত বেপরোয়া। এই সাহসটা কোথা থেকে আসছে? ওখানে একজন কলেজের মেয়েও হতে পারতো।

সাধারণ নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন বারবার উঠছে। প্রায় বছর দেড়েকে আগে নিউ মার্কেটে সিগন্যাল খোলা ছিল বলে আমি দাঁড়িয়েছিলাম। কয়েকজন ছেলে আমায় পিছন থেকে ধাক্কা মারছিল।

আমি বলেছিলাম, সিগন্যাল খোলা তো। ওরা আবার ধাক্কা মারায় আমি ঘুরে থাপ্পড় মেরেছিলাম। তারপরেই হুমকি শুরু হয়ে যায়, ওরা জনা দশেক লোককে নিয়ে চলে আসে। এটা একটা দুপুরবেলার ঘটনা। তখন আমি আমার বন্ধু ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক সেই সময় গাড়ি চলে এসেছিল।

> ঈশা সাহাঃ
গত মঙ্গলবার রাতেই এই ঘটনার কথা জানতে পেরেছি। আমি এখনও অনেক সময় রাতে বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করি। আমি কলকাতাকে কোনওদিন এরকমভাবে দেখিনি। কলকাতা কেন এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না।

শুধু অ্যাপ ক্যাব কেন, এই ঘটনা কিন্তু আমার গাড়ির চালকের সঙ্গেও হতে পারে। সত্যিই কিছু বলার নেই। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমি মঙ্গলবারই রাতে বাড়ি ফিরছিলাম।

এরকম যদি চলতেই থাকে তাহলে তো বাড়ি থেকে আর বেরনো যাবে না।

রাত্রি সাড়ে এগারোটা-বারোটার সময় এলগিন রোডে যদি এই ঘটনা ঘটে, তাহলে তো সমস্যা গুরুতর। এটা নিয়ে সত্যিই সকলের প্রতিবাদ করা দরকার।

> সৌরসেনী মৈত্র অত্যন্ত ক্ষুব্ধ এই অশালীন ঘটনায় । তিনি জানালেন এন আর এসের ডাক্তারদের মতো এবার কি সাধারণ মানুষকেও নিরাপত্তার জন্যে আন্দোলনে নামতে হবে ? এ কোন কলকাতার রূপ দেখছি আমরা !

পুরো বিষয়টাই খুব ভয়ের। আমি জানি না আমার বলা উচিত কিনা! এই তো কিছুদিন আগে জুনিয়র ডাক্তাররা তাঁদের নিরাপত্তার জন্য আন্দোলন করলেন। সেই আন্দোলনের জন্য তাঁদের দাবি মেনে নেওয়া হল। তাহলে কি সাধারণ নাগরিক হয়ে আমরাও নিরাপত্তা চেয়ে আন্দোলনে বসে যাব?

আমরা বাড়ি ফিরে দেখি, আমাদের মা-বাবা কতখানি চিন্তায় থাকেন।  আমরা অনেকেই অ্যাপ ক্যাব ব্যবহার করি। যদি সেখানেও নিরাপত্তা না থাকে তাহলে আর কী হল! আজকে ঊষসীদির নিজের একটা নাম আছে। সে স্যোশাল মিডিয়াতে মুখ খুলেছে বলেই বিষয়টা সামনে এসেছে। তারপর সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি শুধু মেয়েদের কথা বলছি না, এখানে তো গাড়ি চালককেও মারা হয়েছে তার মানে মহিলা-পুরুষ প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago