বিনোদন

একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশেঃ কিংবদন্তী গায়ক কিশোর কুমার স্মরণে

“জানি যেখানেই থাকো এখনো তুমি যে

মোর গান ভালোবাস…

যদি দুঃখ থাকে তো ভোলো

এসো গো আমার স্বপ্ন সাগরে

সোনার তরীতে ভাসো

মোর গান ভালোবাস”।

হ্যাঁ, সুরশিল্পী কিশোর দা, বিশ্বের মানুষ আজও তোমার গানে পাগলপারা। আজও তোমার গান সকলের মজ্জায় মজ্জায়। তুমি রয়েছ হৃদ মাঝারে।

আভাষ কুমার গঙ্গোপাধ্যায় তথা জগতের কাছে যিনি কিশোর কুমার বা কিশোর দা নামে পরিচিত, সংগীতের ঈশ্বরের আজ (৪ই আগস্ট) ৯০তম জন্মবার্ষিকী।

কাকতালীয়ভাবে সুরকার কিশোরদার জীবনে ‘৪’ সংখ্যার ম্যাজিক এক ঝলকে দেখে নেয়া যাকঃ

জন্মঃ ৪ই আগস্ট

সময়ঃ ৪ টে

মা-বাবার ৪র্থ সন্তান

বিয়েঃ ৪ জনকে

বাংলা চলচ্চিত্রে অভিনয় সংখ্যাঃ ৪

আশ্চর্য লাগছে, তাই না? আসলে আভাষ কুমার গাঙ্গুলি সবসময়ই আমাদের কাছে আশ্চর্য, বিস্ময়।  ধরাবাঁধা শিক্ষা তথা আনুষ্ঠানিক সংগীত শিক্ষা ছাড়াই একজন মানুষ কি করে শিখরে পৌঁছতে পারেন, সেটাই আমাদের বিস্ময়!

ক্ষণজন্মা কিশোর কুমার একাধারে ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক,চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক।

কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডোবাতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন উকিল। মায়ের নাম গৌরী দেবী।

বিখ্যাত গায়ক শচীন দেব বর্মনের কথায় কিশোর কুমার যে চিরাচরিতভাবে গেয়ে আসছিলেন, সেটাকে ভেঙে সম্পূর্ণ নিজস্ব ঢঙে সৃষ্টি করলেন এক নতুন শৈলি। যে উদ্ভাবন তৎকালীন সমসাময়িক প্রধান গায়কদ্বয় মহম্মদ রফি এবং মুকেশের থেকে ছিল পুরো ভিন্ন কায়দায়।

তাঁর গানের বৈশিষ্ট্য ছিল গলাকে ভেঙে গান গাওয়া যা আগে কখনও শোনা যায়নি। এই কায়দা খুবই জনপ্রিয় হয়।

কিশোর কুমার ভারতের বহু ভাষায় গান গেয়েছেন।

যার মধ্যে রয়েছে  বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়লম, ওড়িয়া, এবং উর্দু। এছাড়াও তিনি তার ব্যক্তিগত অ্যালবামেও বিভিন্ন ভাষায় গান করেছেন, বিশেষত তাঁর বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে ।

পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি একজন প্রতিষ্ঠিত কমেডি নায়ক হিসাবে জনপ্রিয় হন।

অভিনেতা কিশোর কুমার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮), হাফ টিকিট (১৯৬২), পড়োশন (১৯৬৮), হাঙ্গামা (১৯৭১), পেয়ার দিবানা (১৯৭৩), বাড়তি কা নাম দাড়ি (১৯৭৪)।

জীবনে লাভ করেছেন অসংখ্য পুরস্কার। মধ্যপ্রদেশ সরকার ভারতগৌরব কিশোর কুমারকে ‘লতা মঙ্গেশকর পুরস্কার’ প্রদান করেন। এছাড়া, তিনি মোট ৮ বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জয় করেছেন।

আজ এই বিশেষ দিনে বিশিষ্ট শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অমিতাভ বচ্চনসহ সমাজের অন্যান্য ব্যক্তিত্বরা।

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago