বিনোদন

আমার ধন সম্পদ নিয়ে এক ফোঁটা অহংকার নেই: Taslima Nasrin

নয়াদিল্লি: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সবার নজর কেড়ে নিয়েছেন। মেট গালা (Met Gala 2023) অনুষ্ঠানের উপস্থিত হয়ে সকলের নজর কেড়েছেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশ্বের জনপ্রিয় তারকারা। তাদের সকলকেই নানা ধরনের সাজে দেখা যায়।

প্রিয়াঙ্কার গলায় থাকা নেকলেসটির দিকেই সবার নজর। নেকলেসটির দাম আকাশছোঁয়া। হীরের  নেকলেসটি তৈরি করেছে ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড বুলগারি (Bulgari)।

এই নিয়ে তথা অলংকার নিয়ে লেখক তসলিমা নাসরিন একটি লেখা দিলেন। যেখানে অনেককেই মন্তব্য করতে দেখা যাচ্ছে। এবং তাঁরাও জানিয়েছেন যে, তাঁদেরও অলংকারের প্রতি ঝোঁক নেই।

তসলিমা লিখেছেন:

” মেট গালায় প্রিয়াঙ্কা একটা ডায়মণ্ডের হার পরেছেন, যার দাম ২৫ মিলিয়ন ডলারের চেয়ে বেশি, টাকায় হিসেব করলে ২০৪.৫ কোটি। ২৫ টাকায় না হলেও ২৫০ টাকায় ওরকম দেখতে একটা হার কিনতে পাওয়া যাবে। প্রিয়াঙ্কা জুয়েলারির বিজ্ঞাপন করেন, সে কারণে পরেছেন।

এই হারটি কিছুদিন পর অকশনে বিক্রি হবে। মানুষ কেন এত দামি হার কেনে, আমি বুঝি না। জানি যাদের টাকার কোনও সীমা নেই, তারা কেনে। যাদের অঢেল টাকা নেই, তারাও কিন্তু কেনে। হীরে কিনতে না পারলেও সোনা কেনে, সোনা কিনতে না পারলে রূপা কেনে। অলঙ্কারের প্রতি মানুষের আকর্ষণ প্রচণ্ড।

আমি ঠিক বুঝি না অলঙ্কারের প্রতি আমার কেন সামান্যও আকর্ষণ নেই। হাতে টাকা এলে আমি ঘুণাক্ষরেও অলঙ্কার কেনার কথা ভাবি না। আমি বলছি না অলঙ্কার খারাপ জিনিস, একে কিনতে নেই, পরতে নেই। যার যা পরতে ইচ্ছে করে, অবশ্যই পরবে।

আমি বলতে চাইছি, মানুষ মাত্রই অলঙ্কার বা সোনাদানা মণিমুক্তো ভালবাসে, তা ঠিক নয়। আমি কিন্তু হীরে জহরতকে ঘৃণা করছি না। তবে এসব থেকে দূরে থাকতে পছন্দ করি। দামী মানুষ থেকে যেমন দূরে থাকি, দামী জিনিসপত্র থেকেও।

হীনমন্যতায় ভুগলে মানুষ হয়তো এমন করে। আমার মনে হয় না আমি হীনমন্যতায় ভুগি। আমি যে খুব গরিব তা তো নয়। হীরের না হলেও কিছু সোনার গয়না কেনার সামর্থ তো আমার আছেই। প্রেফারেন্স বলে একটা শব্দ আছে। আমি লক্ষ করেছি, টাকা দিয়ে আমি অন্য কিছু কেনা প্রেফার করি, অলঙ্কার নয়।

অলঙ্কার আমার সামান্য যা ছিল, অকাতরে বিলিয়ে দিয়েছি। অনেকে এসব মণিমুক্তোকে ভালো ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করে। কম দামে কিনে পরে এক সময় বেশি দামে বিক্রি করে। অনেকটা রিয়েল এস্টেটের ব্যবসার মতো। আমি আবার একেবারেই ব্যবসা বুঝি না। আমি বলবো না, আমি খুব বুদ্ধি করে টাকা খরচ করি।

আমি যে বোকার মতো টাকা ওড়াই না, বা টাকা নষ্ট করি না, তাও কিন্তু নয়। এও হতে পারে, অলঙ্কার আমাকে মানায় না। তাছাড়া পরলে ভারি ভারি লাগে। কত রকম যে অলঙ্কার আছে! কত দেশের কত জাতি তো আবার গলা লম্বা করার জন্য গলায় লোহার পাত পরে থাকে, মুখে বাঁশ ঢুকিয়ে রাখে, সেগুলোই তাদের অলঙ্কার।

প্রাচীন গ্রীসে মাথায় লরেল পাতার মালা পরা তো বিজয়ের প্রতীক, বিজেতার অলঙ্কার। অলঙ্কারের সঙ্গে অহংকার শব্দটির খুব মিল। অলঙ্কার নিয়ে অহংকার করার লোক কিন্তু কম নয় সংসারে। ও নিয়ে তো আমার অহংকার থাকার প্রশ্ন ওঠে না।

আমি লক্ষ করেছি, কোনও কিছু নিয়েই সত্যি বলতে কোনও অহংকার আমার নেই। আমার বিদ্যে বুদ্ধি নিয়ে, আমার শিল্প সাহিত্য নিয়ে, আমার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে, আমার ধন সম্পদ নিয়ে– না এক ফোঁটা অহংকারও আমার নেই। অলঙ্কার ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে, অহংকার ছাড়াও তো পারে” ।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago