বিনোদন

টলি-বলি’র সমারোহে শিলিগুড়িতে শুরু গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যাল

একঝাঁক তারকার উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যালের। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরাও।

বুধবার সন্ধে দার্জিলিং জেলার মাটিগাড়ার একটি অভিজাত হোটেলে প্রদীপ জ্বালিয়ে ফেস্টিভ্যালের শুভ সূচনা করা হয়।

একঝাঁক তারকার মধ্যে বলিউডের রণধীর কপুর, মহিমা চৌধুরী, টলি জগতের স্বস্তিকা মুখোপাধ্যয়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল। ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, তথ্য ও প্রযুক্তি এবং বন মন্ত্রী ব্রাত্য বসুও।

উত্তরবঙ্গ ডিস্ট্রিবিউটর এবং প্রযোজকদের উপদেষ্টা কমিটি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া-র উদ্যোগে আয়োজিত পাঁচদিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৩৬টি পূর্ণদৈর্ঘ্যের এবং ৩৯টি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা।

বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চ, শক্তিগড়ের রবীন্দ্রভবন, কার্নিভ্যাল সিনেমা হলে বিভিন্ন ছবি দেখানো হবে।

উত্তরবঙ্গের পাহাড়, বনাঞ্চল ঘেরা সবুজ প্রকৃতিকে চলচ্চিত্র নির্মাতাদের কাছে তুলে ধরা এই উৎসবের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাইরে থেকে আসা সিনেমা পরিচালক, প্রযোজকদের উদ্দেশ্যে তিনি বলেন, “উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা। আপনাদের সবাইকে বলব এখানে ছবির শ্যুটিং করতে আসুন। এই চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়ে সেই বিষয়টির উপরেই জোর দেওয়া হচ্ছে। তাতে এখানে ফিল্ম-ট্যুরিজ়ম গুরুত্ব পাবে”।

তাঁর কথায়, এই এলাকায় অনেক সুন্দর জায়গা এখনও সকলের নজরে আসেনি। সিনেমার জগৎটা অনেক বড় হয়েছে। সারা পৃথিবী সিনেমা নিয়ে ভাবছে। উত্তরবঙ্গের নানা জায়গা সিনেমায় তুলে ধরা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।

এছাড়াও পর্যটনমন্ত্রীও গৌতম দেব জানান, এই উৎসবকে কেন্দ্র করে পরিচালক, প্রযোজকরা এসেছেন। তাঁদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে।

মঞ্চে ছিলেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীও। একসময় কার্শিয়াংয়ে থেকেছেন বলে জানান তিনি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago