Categories: বিনোদন

Five film of the legendary French Director Jean Luc Godard : বিশ্ব সিনে জগতে আলোড়ন ফেলা Jean Luc Godard-এর পাঁচটি সিনেমা

গুয়াহাটিঃ জঁ লুক গোদার ষাটের দশকের এক গুরুত্বপূর্ণ ফরাসি পরিচালক। ৯১ বছর বয়সে ১৩ সেপ্টেম্বর তাঁর জীবনাবসান হয়। ফরাসি ভাষায় তাঁর বেশ কয়েকটি ছবি গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সিনেমা শিল্পে নতুনত্বের পথ দেখিয়েছেন তিনি। তাঁর পথ অনুসরণ করছেন বর্তমান হলিউডের সিনেমা পরিচালকরা। 

গোদারের সিনেমায় ব্যাপকভাবে হ্যান্ডি ক্যামেরা এবং জাম্প কাট রয়েছে। এটাই তাঁর সিনেমা নির্মাণের কৌশল। 

তাঁর তৈরি চরিত্ৰগুলিতে কল্পনা জগতের আশা-আকাঙ্খা-ব্যাথা, সামাজিক চেতনা, রাজনৈতিক বক্তব্য সুন্দরভাবে উপভোগ করা যায়। তিনিই প্ৰথম ব্যবসায়িক সিনেমা তৈরি করেছিলেন। ষাঠের দশকে ফ্ৰান্সে গড়ে ওঠা নিউ ওয়েভ মুভমেন্ট সিনেমা বললে গোদারের সিনেমাগুলিই সবার আগে উঠে আসে। গোদারের তৈরি কিছু সিনেমার কথা উল্লেখ না করলে সিনেমা জগতের ইতিহাস অসম্পূর্ণ হয়ে থাকবে। 

Breathless 

১৯৬০ সালে Breathless এই সিনেমা দিয়েই তার চলচ্চিত্ৰ জগতে প্ৰবেশ। সেই সময় ইউরোপে নিউ ওয়েভ, নয়র, নিউ রিয়েলিজিম সমেত বেশ কয়েকটি নতুন ধরনের সিনেমা তৈরি করা হয়েছিল। Breathless এই সিনেমাটিতে একজন অপরাধীকে মূল চরিত্ৰ হিসেবে নেওয়া হয়েছে। ফরাসি সিনেমা জগতে মুভিটি চমৎকার পরিবর্তন এনেছিল। সিনেমার কাহিনী নির্মাণ তথা অপরম্পরাগত কথা জাম্প কাটের প্ৰয়োগে নতুন যুগের সূচনা করে। 

A Woman Is a Woman

১৯৬১ সালে গদার এই মুভিটি তৈরি করেন। সিনেমাটি গদারের প্ৰথম রঙিন সিনেমা। হলিউডের সাংগিতিক সিনেমাগুলিকে শ্ৰদ্ধা জানিয়ে তৈরি করেছিলেন মুভিটি। মুভিটিতে একজন ২০ বছরের ষ্ট্ৰিপ ডান্সার এবং তাঁর প্ৰেমিককে মূল চরিত্ৰ হিসেবে নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ফ্ৰান্সে আমেরিকার সিনেমা এবং সংস্কৃতির আমদানি হয়। ফ্ৰান্সের নিউওয়েব সিনেমাগুলি মার্কিন সংস্কৃতিতে প্ৰভাবিত হয়। সেই কারণেই পরিচালক গদার এই সিনেমাটি দিয়ে মার্কিন সিনেমাকে শ্ৰদ্ধা জানিয়েছিলেন। 

The Little Soldier

১৯৬৩ সালে পরিচালক গদার নির্মাণ করেন The Little Soldier। এই সিনেমাটির মাধ্যমে তিনি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিলেন। একসময় উত্তর আফ্ৰিকার আলজারিয়া ফ্ৰান্সের অধীনে ছিল। ফরাসী উপনিবেশের বিরুদ্ধে আলজারিয়ায় সংগ্ৰাম হয়। এই সিনেমাটিতে আলজারিয়ার স্বাধীনতা সংগ্ৰামকে প্ৰকাশ করা হয়েছিল। ফরাসী সরকারের অধীনে একজন ফোটো সাংবাদিক কিভাবে আলজারিয়ার স্বাধীনতাকামী নারী প্ৰেমে পড়েন তা পরিচালক খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। সিনেমাটিতে আদর্শের পরিবর্তে সংঘাতের সুন্দর বিশ্লেষণ করা হয়েছে। আফ্ৰিকা মহাদেশে ফ্ৰান্সে চালানো সাম্ৰাজ্যবাদকেও গদার সিনেমাটির মধ্যমে সমালোচনা করেছেন। 

Contempt

১৯৬৩ সালে নির্মাণ করা Contempt সিনেমাটির মাধ্যমে প্ৰসিদ্ধ জার্মান পরিচালক ফ্ৰিটজ লেং এবং গ্ৰীক নাটকগুলিকে শ্ৰদ্ধা জানানো হয়। এছাড়াও এই সিনেমাটির মাধ্যমে ইউরওপিয়ৈন সিনেমা এবং হলিউডের সিনেমার কিছু আলাদা পার্থক্য প্ৰদর্শন করা হয়েছিল। প্ৰসিদ্ধ ইটালিয়ান সাহিত্যিক এলবার্টো মোরাভিয়ার A Ghost at Noon নামের উপন্যাসটিকে Contemptএ তুলে ধরা হয়েছে। 

Alphaville 

১৯৬৫ সালে নির্মিত এই ছবিটি পরিচালকের কল্পবিজ্ঞানমূলক ছবি। ফিল্ম নয়রের প্ৰয়োগ এতে করা হয়েছিল। ভবিষ্যতের কাহিনী নিয়ে তৈরি এই ছবিটিতে আলফাভিল নামের একটি শহরের গল্প রয়েছে। এই সিনেমার মাধ্যমে পরিচালক নিজের ছবিটিতে কল্পকাহিনীমূলক ছবির প্ৰভাবের এক আলাদা রূপ দিয়েছিলেন। কল্পকাহিনী স্টাইগুলিতে তিনি নতুন ধারা আনতে চেয়েছিলেন। Alphaville হচ্ছে গোদারের ভিকশনাল ভবিষ্যতের শহর, সিনেমাটির দৃশ্যগ্ৰহণ (Shooting) প্যারিসে করা হয়েছিল।  

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago