বিনোদন

‘মমতা হিন্দু, ভারত বিরোধী’, ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান করায় তোপ লকেটের, নিশানা করলেন দিলীপ, শুভেন্দু

কলকাতা: দ্য কেরালা স্টোরি গোটা ভারতে তুমুল চলছে। করমুক্ত করা হয়েছে কোনো কোনো রাজ্যে। তবে যত সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে!


গতকাল পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটিকে নিষিদ্ধ করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা জনগণকে আরো উত্তপ্ত করে তুলেছে। মমতার সংখ্যালঘু তোষণের মুখ আরো প্রকট হয়ে পড়েছে জনসমক্ষে। এবং তুমুল সমালোচনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ায় এখন কেরালা স্টোরি নিয়ে যতটা আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে তার চেয়ে বেশি আলোচনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে।

এই আবহে মমতার বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভারত বিরোধী’ এবং ‘হিন্দু বিরোধী’ বলে আখ্যা দেন।

লকেট বলেছেন, ‘এই সিনেমাটি আইএসআইএস জঙ্গি সংগঠন নিয়ে, অন্য কিছু নয়। এর অর্থ, এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি কিছু লুকোতে চাইছেন।’

আরও বলেন, ‘বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাঙালিদের নামে ভোট চান তবে মুসলিমদের নিয়ে তৈরি একটি সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তাঁর মুসলিম ভোট ব্যাঙ্ক যাতে অটুট থাকে, এর জন্য এই পদক্ষেপ করেছেন তিনি।’

এর আগে গতকালই এই সিনেমার সমালোচনা করেন মমতা। পাশাপাশি জানিয়ে দেন, রাজ্যের কোনও সিনেমা হলেই দেখানো যাবে না এই সিনেমা। এই নিয়ে মমচা বলেন, ‘এই সিনেমায় যে যব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তি-শৃঙ্খলার মধ্যে বিপজ্জনক।’ এর আগে তামিল নাড়ুর সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’, কিন্তু তা তামিলনাড়ু থিয়েটার ওনার্স অ্যাসোশিয়েশনের সিদ্ধান্ত।

উল্লেখ করা জরুরি যে, এই প্রথম ভারতের কোনও রাজ্যে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হল ‘দ্য কেরালা স্টোরি’। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ।

দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা তীব্রভাবে সরব হয়েছেন তৃণমূল সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে। দিলীপ ঘোষ বলেন,  “আজ অথবা কাল বেঙ্গল স্টোরিও হবেই। পার্টিশন থেকে শুরু করে দুর্নীতি, ধর্ষণ, খুন যে পরিমাণে ঘটছে তাতে তো সিরিজ তৈরি হবে। কিন্তু কেরালায় যা ঘটছে তার উপর কোনও চলচিত্র তৈরি হওয়ার পর সেন্সর বোর্ড যদি তাতে ছাড়পত্র দেয় তাহলে এই রাজ্য সরকারের অসুবিধাটা কোথায়?

কিন্তু ক্ষমতায় থেকে গায়ের জোরে আপনি ছবি বন্ধ করিয়ে দেবেন আর কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ এনে ধর্ণায় বসে যাবেন, এই দ্বিচারিতা চলতে পারে না”।

শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করে লেখেন, ‘আমি যতটুকু জানি, কেরলে কট্টরপন্থীরা যেভাবে মহিলাদের মগজ ধোলাই করে, তাই এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সিনেমাতে দেখানো হয়েছে, কী ভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় পাঠিয়ে আইএসআইএস-এর হয়ে যুদ্ধ করতে বাধ্য করা হয়ে থাকে। আইএসআইএস এবং তাদের কার্যপদ্ধতির পর্দা ফাঁস করে তৈরি হয়েছে সিনেমাটি। তা হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএস-এর প্রতি সহানুভূতিশীল?’

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago