Categories: বিনোদন

বলিউডের সুরে সুরে বাংলার বিশাখ

‘মাঝিরে অকূলে তরি বাইয়া যাও’ গানের গায়ক বিশাখ জ্যোতির সুরে সুরে গাইছে বলিউড। ২৯ মার্চ মুক্তি পাওয়া ‘গন কেশ’ সিনেমায় বিশাখ জ্যোতির তৈরি মহালক্ষ্মি আইয়ার এর গাওয়া ‘বেইমানি রে’ গানটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যেই। সিনেমার ব্যাকগ্রাউণ্ড স্কোরও নির্মিত হয়েছে বিশাখের হাত ধরে।

‘গন কেশ’ সিনেমায় বিশাখের সুরে গান করেছেন প্রতিভাসম্পন্ন শঙ্কর মহাদেবান, সোনু নিগম, মিকা অমিত কুমার , হর্শদীপ কৌর, জাভেদ আলি, মহালক্ষ্মি আইয়ার প্রমুখ গায়কগণ।  

বিশাখ জানান, জীবনে প্রচুর যুদ্ধ করে আজ নিজেকে সুরকার ও গায়ক হিসেবে সু-প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। গুণমুগ্ধদের তিনি জানিয়েছেন আন্তরিক শ্রদ্ধা। যারা আজ তাঁকে এই সম্মানজনক স্থানে নিয়ে এসেছে । তাই নিজের কৃতিত্ব নিজে নিতে চান না বলেই জানান ।

২০১৪ সালে ‘বাবলু হ্যাপি হ্যায়’ তাঁর প্রথম সিনেমা। যেখানে সুরকার ও ব্যাকগ্রাউণ্ড স্কোরিং দিয়ে জীবনের কেরিয়ার শুরু করেন। তাঁর মিউজিক কেরিয়ার শুরু হয় ‘জিটিভি’র (হিন্দি) ‘সা-রে-গা-মা-পা’ মঞ্চ থেকে। সেই সঙ্গে রিয়ালিটি শো’র এক পরিচিত মুখ বিশাখ জ্যোতি। সেই শো’তে দ্বিতীয় হওয়ার পরই তিনি ২০১২ সাল থেকে মুম্বাইতে থাকা শুরু করেন। মুম্বাই তাঁর জীবনের ভিত গড়ে দেয় বলে সূত্রে জানান বিশাখ। সঙ্গে রয়েছে অক্লান্ত পরিশ্রম, কাজের প্রতি নিষ্ঠা আর ত্যাগ। এই নিষ্ঠা আর ত্যাগই বংগসন্তান বিশাখকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে।

বিশাখ সিনেমার মিউজিকের পাশাপাশি স্বাধীন মিউজিক নিয়েও প্রচুর কাজ করছেন। আসমা, লখনউ টাইমস প্রভৃতি সিনেমা এখন মুক্তির দিন গুণছে বলে জানান বিশাখ। তাছাড়াও আগামিতে একটি ন্যাশনাল চ্যানেলের ট্রাভেল ও মিউজিক শো-তে বিশাখকে সঞ্চালকের ভূমিকাতেও দেখা যাবে একথাও বলেন তিনি।

বনগাঁ-র বিশাখ দীর্ঘ একযুগ পাতিয়ালা ঘরানায় আচার্য সঞ্জয় চক্রবর্তি এবং শ্রীমতি রেশ্মি চক্রবর্তির কাছে নিষ্ঠার সাথে মিউজিক শিখেছেন ।

বাঙালি হিসেবে মনের একান্ত ইচ্ছের কথাটা জানাতে ভুলেননি বিশাখ। তিনি বলেন হিন্দি সিনেমায় সুরকার হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছে ঠিকই, কিন্তু বাংলা ছবিকে প্রাণ দিয়ে ভালবাসেন । তাই বাংলা ছবিতে কাজ করতে বিশেষ আগ্রহী বিশাখ।   

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago