বিনোদন

বিশিষ্ট বাঙালি অভিনেতা নিমু ভৌমিকের জীবনাবসান

বিশিষ্ট বাঙালি অভিনেতা নিমু ভৌমিক আর নেই। বয়স হয়েছিল ৮৪ বছর।

মঙ্গলবার বিকেলে কলকাতার গড়িয়ার বাড়িতেই তাঁর মৃত্যু হয়। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।

বার্ধক্যজনিত রোগের কারণে গত মাসের গোড়ার দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমদিকে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। তাই তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্নায়ুর সমস্যা ছিল অভিনেতার। এছাড়া প্রস্রাবে সংক্রমণও ধরে পড়ে তাঁর। কিন্তু পরিস্থিতি বদলায়। ক্রমে সুস্থ হতে শুরু করেন নিমু ভৌমিক।

তারপর চিকিৎসকদের নির্দেশেই তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। যদিও বাড়ি ফেরার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল তাঁকে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ফের অসুস্থ বোধ করতে শুরু করেন অভিনেতা। বিকেলে গড়িয়ার বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় অভিনেতার কাছে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।

নিমু ভৌমিকের প্রয়াণে শোকাহত টলিপাড়া।

১৯৩৫ সালে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক।
বাংলা চলচ্চিত্রে বর্ষীয়ান এই অভিনেতার অবদান অনেক। তাঁর অভিনীত ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’, ‘বাঘিনী’, ‘মঙ্গলদীপ’, ‘অপরাজিতা’, ‘নদীর পাড়ে আমার বাড়ি’ সহ অনেক ছবি প্রশংসিত হয়েছে। বেশিরভাগ ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন পর্দার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। তাঁর উচ্চদরের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল প্রচুর।

এরপর রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর। ভারতীয় জনতা পার্টির হয়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে লড়েন তিনি। কিন্তু সফলতা আসেনি। সিপিএমের মহম্মদ সেলিমের কাছে হেরে যান। এরপর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিশিষ্ট এই অভিনেতা।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago