বিনোদন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটিতে থাকছেন না অপর্ণা সেন!

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটি থেকে নাম সরিয়ে নিলেন টলিউডের খ্যাতনামা পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন।

অবশ্য দিন দুয়েক আগেই চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে রাজ চক্রবর্তীকে বসানোর জন্য অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই কারণেই কি উপদেষ্টা কমিটি থেকে বেরিয়ে এলেন তিনি? এমন প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছেন।

উল্লেখ্য, এবছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ২৫ বছর উপলক্ষে বিশেষভাবে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষের মতো পরিচালকেরাও রয়েছেন।

তা ঠিক কী কারণে উপদেষ্টা কমিটি থেকে নিজের নাম সরালেন অপর্ণা সেন? এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, কমিটিতে তাঁর নাম রাখার আগে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে তাঁর সঙ্গে একবারও আলোচনা করা হয়নি। উপরন্তু তাঁর ক্ষোভ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে তাঁর থেকে অভিজ্ঞ কেউ থাকলে, তবেই তিনি উপদেষ্টা কমিটিতে থাকবেন।

এছাড়াও অভিজ্ঞ পরিচালকের দাবি, তাঁকে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান করা উচিত ছিল। কারণ, সিনেমা জগতে তাঁর অভিজ্ঞতা অনেকটাই বেশি। এছাড়াও, অপর্ণা সেন অবশ্য জানিয়েছেন তাঁর সময়ের অভাবের কথা।

অপর্ণা সেনও প্রায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সুরেই বলেছেন এই মুহূর্তে তাঁর সময়ের বড্ড অভাব। কারণ, নতুন ছবির কাজে হাত দিয়েছেন তিনি। এছাড়া, সামনেই অস্কার নমিনেশনের জুরি মিটিং রয়েছে। সেখানেও তাঁকে থাকতে হবে।

রাজ চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, তিনি অপর্ণা সেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দু’জনের সঙ্গেই আলোচনা করবেন। কারণ তাঁদের পরামর্শের প্রয়োজন। সরকার তাঁকে এই পদে নির্বাচিত করেছেন। তাই চলচ্চিত্র উৎসবকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার সবরকম চেষ্টা তিনি করবেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

24 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago