• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Saturday, January 28, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

Bangladesh-এ Police- BNP’র সংঘর্ষে নিহত ২ ও আহত দুইশতাধিক

হাবিবুর রহমান by হাবিবুর রহমান
September 1, 2022 8:11 pm
Bangladesh-এ Police- BNP’র সংঘর্ষে নিহত ২ ও আহত দুইশতাধিক
137
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশের (Bangladesh)  নারায়ণগঞ্জ,(narayanganj) মানিকগঞ্জ, (manikganj) সিরাজগঞ্জ,(shirajganj) রংপুর (rangpur) ও নেত্রকোনাসহ বৃহস্পতিবার বিএনপি (BNP) ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে দুইশতাধিক আহত হয়েছেন।

বেশ কয়েক স্থানে বিএনপির (bnp) নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। নারায়ণগঞ্জে সংঘর্ষে ছাত্রদলের ২ নেতার মৃত্যু হয়েছে এবং সাংবাদিক, পুলিশ ও পথচারীসহ শতাধিক আহত হয়েছেন। বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

তবে কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির (bnp) পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট ও মন্ডলপাড়া এলাকায় বিএনপি (BNP) নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন ও ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা শাওন। নিহত শাওনের বাবার নাম শাহেদ আলী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ পুলিশ, বিএনপি (BNP) ছাত্রদল ও যুবদলের শতাধিক গুলিবিদ্ধ হয়েছেন।

এসময় পুলিশও আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন-সস্তাপুর এলাকার হাজী মহব্বতের পুত্র যুবদল নেতা শাহিন (৪০), শহরের টানবাজার এলাকার মহিবুলের পুত্র জাহাঙ্গীর (৩০), টানবাজারের ফারুকের পুত্র রাজু (২৬), সোনারগাঁওয়ের খেদমত আলীর পুত্র শরীফ (২৫), ফতুল্লার কবিরের পুত্র ইউনুস (৪৩), সিদ্ধিরগঞ্জের মতিউর রহমানের পুত্র সাগর (২২), জিমখানার আব্দুল জব্বারের পুত্র আব্দুস সালাম (৬০), মিজমিজির মো. হাফিজ মিয়ার পুত্র মো. আখতার (৫২), দেওভোগ মিলন শেখের পুত্র স্বর্ণ শিল্পী মুন্না (১৮), দেওভোগ দাতা সড়কের শহীদ মিয়ার পুত্র মো. কাদির (২৭), ২নং রেলগেট আলমাছ পয়েন্টের মো. ইসহাকের পুত্র মো. শরীফুল ইসলাম (১৯), শহীদনগরের মো. জামালের স্ত্রী শাহনাজ (৫০), হোসাইনীনগরের হানিফ গাজীর পুত্র মো. সবুজ (৩৪), দেওভোগ পানির টাংকির নূর মোহাম্মদের পুত্র মোমেন (৫৫), ২ নম্বর রেলগেটের মোজাম্মেল হকের পুত্র শিহাব (২৫), পাইকপাড়ার মৃত সুরুজ মিয়ার পুত্র শামসুল হক (৫০), বেপারীপাড়ার শাহজাহানের স্ত্রী শিল্পী (৪০),

জামাইপাড়া এলাকার মো. মিলনের পুত্র মো. ইব্রাহিম (২৫), ২ নম্বর রেলগেট এলাকার কামাল হোসেনের পুত্র সিদ্ধিরগঞ্জের মুক্তি গার্মেন্টের শ্রমিক তাজুল ইসলাম (৩০), মাসদাইরের আবুল কালামের পুত্র আশরাফুল (৩২),

শহরের করিম মার্কেটের ইউএস হোসিয়ারীর শ্রমিক সোয়াদ হোসেন (৩০), উজ্জল ভৌমিক (২৮), মিন্টু (২৮), সজিব (১৮), বন্দর রূপালী এলাকার মো. হাসেমের পুত্র মো. নাসির (৪০), নিতাইগঞ্জের চিত্তরঞ্জনের পুত্র দীপ্ত টিভির জেলা প্রতিনিধি গৌতম সাহা (৩৩)।

এছাড়াও টিয়ারশেলে অসুস্থরা হলো-শহরের ডিআইটি এলাকায় অবস্থিত মর্গ্যান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা সুলতানা, লামিয়া, আফসানা মীম, মিমিয়া, রোকেয়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থী উম্মে হানী, আঁখি, উম্মে কুলসুমসহ শতাধিক।

মহানগর বিএনপির (BNP)সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু জানান, সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন ও ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা শাওন পুলিশের গুলিতে মারা গেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট ও মন্ডলপাড়া এলাকায় বিএনপি (BNP) নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে যুবদলের ৮ জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এদিকে, নেত্রকোণায় পুলিশের সঙ্গে বিএনপির (BNP) নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ে কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এতে প্রধান সড়ক বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের সড়কটি ছেড়ে দিতে বলে।

এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায়। এতে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ ১২ পুলিশ সদস্য আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় টিয়ারশেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

অপরদিকে, সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, বিএনপি তাদের কর্মসূচি পালনকালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে আমাদের ৭-৮ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ নিজেদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেন।

আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়াও মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এ সময় পুলিশকে লক্ষ করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়েন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে মানিকগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

নেতাকর্মীরা শহরের আশ-পাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেয়। বেলা ১১টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেন। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

এ সময় পুলিশকে লক্ষ করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুইজন সাংবাদিক, তিনজন পুলিশসহ ২৫ জন বিএনপির নেতাকর্মী আহত হয়।

এদিকে রংপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হট্টগোল হয়। এতে পুলিশ এবং মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১০ জন আহত হন।

পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় নেতাকর্মীরা ব্যারিকেড উপেক্ষা করে এগোতে থাকলে পুলিশের সঙ্গে হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশ করেন নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান সামু বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

অপরদিকে, কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি’র পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগে বিক্ষোভ মিছিলের নামে তাণ্ডব চালিয়েছে।

এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের অন্তত ৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। ভাঙচুর করা হয় পুলিশ বহনকারী গাড়িও। এ ঘটনায় বুধবার রাতে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৪৫০ জনের নামে মামলা করেন।

পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৯ জনেক গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি ফারুক হোসেন জানান।

No Result
View All Result

Recent Posts

  • ফের একবার বিচিত্ৰ সাজে ধরা দিলেন উরফি জাভেদ
  • মধ্যপ্ৰদেশে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ২টি যুদ্ধ বিমান
  • আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার ও অর্থ লেনদেন প্ৰতারণার অভিযোগ, তদন্তের দাবি
  • জেরুজালেমে সন্ত্রাসবাদী হানা, প্রাণ গেল অনেকের
  • মুখের ঘা সারাতেও কার্যকর বেতো শাক
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd