ওপার বাংলা

ঐতিহ্যবাহী পুরোনো ঢাকা হতে চলেছে মডেল ঢাকা !

ঐতিহ্যবাহী পুরনো ঢাকা হতে চলেছে মডেল ঢাকা। সাতটি স্থানকে মডেল হিসেবে ধরে আরবান রিডেভেলপমেন্টের মাধ্যমে পুরাতন সমস্ত ভবন ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ নাগরিকের সার্বিক উন্নতির প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাধারণ সংস্কৃতি থেকে পুরান ঢাকা বা পুরোনো ঢাকার সংস্কৃতি অনেকটাই ভিন্ন। তবে আধুনিকতার সঙ্গে সবকিছুকেই খাপ খাইয়ে নিতে হয়। নয়ত পিছিয়ে  যেতে হবে । 

মডেল নির্বাচন করা সম্ভাব্য এলাকাগুলো হচ্ছে পুরান ঢাকার ইসলামবাগ, চকবাজার, মৌলভীবাজার, বঙ্গশাল, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এবং লালবাগ। ইতিমধ্যে এক খসড়াও তৈরি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এলাকার মানুষজনের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলে সূত্রে জানা গেছে।

পুরনো ঢাকাকে উন্নত বিশ্বের আদলে রূপান্তরিত করা হবে নতুন মডেল শহরে। এর জন্যে বাংলাদেশ সরকার পুরান ঢাকার সম্ভাব্য সাতটি স্থানকে সাত সেক্টরে ভাগ করে জাপান, সিঙ্গাপুর, কোরিয়া এবং ভারতের মুম্বাই এবং গুজরাটের আদলে নির্মাণ করার জন্যে পুনঃনগর উন্নয়নে কাজ করবে বলেই জানিয়েছেন। 

রাজউক সূত্র থেকে জানানো হয়েছে, নগর পুনঃউন্নয়ন প্রকল্পের জন্যে একটি অফিস থেকে আদেশ জারি করা হয়েছে। এই প্রকল্প গ্রহণের জন্যে পাচ সদস্যের এক কমিটি গঠন করা হয়।

কমিটির সকল সদস্যরা পুরান ঢাকার ভিন্ন ভিন্ন এলাকা ঘুরে দেখে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ, ডিটেইল্ডস এরিয়া প্ল্যান (২০১৬২০৩৫) প্রকল্পের সার্ভের ডাটাবেজ ভিত্তিতে সাতটি প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে।

এলাকাগুলোর কত একর করে জমি নির্ধারণ করা হয়েছে, আমরা দেখে নেব-

প্রথমত ইসলামবাগের ১৪.৯৪ একর জমি, চকবাজার এলাকায় ১.৪৭৪ একর জমি, ত্ররীতিয় মৌলভীবাজার এলাকা ০. ৬০ একর জমি, বংশালে ১২.৭১ একর, হাজারীবাগে ১১১ শুন্য দশমিক ৩ একর, কামরাঙ্গীর চরে প্রায় ৩৩.৬৩ একর জমি,  লালবাগে ৩২.৭২ একর জমিতে নতুন প্রকল্প বাস্তবিত করা হবে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে ঢাকা দক্ষিণে মেয়র সাঈন খোকন বলেছেন, পুরান ঢাকাবাসী বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি। তবে এলাকা বসবাসকারীদের যেন কোন অসুবিধা না হয়, সেজন্যে আগে কোথাও তাঁদের থাকার ব্যবস্থা করে নিতে হবে,এ কথাও জানান তিনি।

নগর উন্নয়ন প্রকল্প সম্বন্ধে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের মত দিয়েছেন, তিনি বলেন, নাগরিকদের একটা নতুন জীবনের আস্বাদ দেবার জন্যেই এই উন্নয়ন করা হচ্ছে। পুনঃউন্নয়ন প্রকল্পে বিভিন্ন রকম সু ব্যবস্থা থাকবে। পার্ক, খেলার মাঠ, জলাধার, খোলা মেলা মাঠ প্রভৃতি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago