• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Friday, June 2, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

Bangladesh-এ চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

হাবিবুর রহমান by হাবিবুর রহমান
August 23, 2022 7:11 am
Bangladesh-এ চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
232
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশে (Bangladesh) জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বেড়েই চলেছে চালের দর। একশ্রেণির ব্যবসায়ীরা হাজার হাজার টন চাল কিনে মজুত করে বাজারে কৃত্রিম সংটক সৃষ্টি করায় চালের দর দিন দিন বাড়ছে। আর অল্প সময়েই কোটি প্রতি হচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

সুশীল সমাজের অর্থনীতিবিদগণ বলেছেন, চালের সংকট দেখিয়ে গত সপ্তাহে প্রতি কেজি চালের দাম বেড়েছে প্রায় ৫ থেকে ১৫ টাকা। এর মধ্যে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। আর চিকন ও অন্যান্য চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

এক সপ্তাহ আগে প্রতি কেজি চিকন চাউলের মূল্য ছিল ৮০ টাকা। বর্তমানে প্রতি কেজি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা। এভাবে দিনের পর দিন চালের দর বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
বাংলাদেশে (bangladesh) বর্তমানে চালের বাজারে নেই দাম কমার লক্ষণ।

ফলে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। জ্বালানির দাম বাড়ার অজুহাতে মিল মালিক ও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ আড়তদার ও পাইকারদের।

নজরুল ইসলাম নামে একজন নিম্ন আয়ের মানুষ জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়েছে। তাই বাধ্য হয়ে তারা দাম বাড়িয়েছে। আবার কিছু খুচরা ব্যবসায়ী বলছেন, চালকল মালিকরা সিন্ডিকেট করে চাল মজুত করছেন। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে এবং দাম হু হু করে বাড়ছে। এ

সপ্তাহ আগে ৫০ টাকার এক কেজি চালের দর এখন ৮০ টাকা। বাংলাদেশে (bangladesh) বিভিন্ন স্থানে চালের বাজার অপরিবর্তিত অবস্থায় রয়েছে। গত সপ্তাহে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়ে। উত্তরের জেলা দিনাজপুরে চালের পাইকারি মার্কেট বাহাদুর বাজারে এখনো চলছে আগের বাড়তি দামে বেচাকেনা। কমেনি দাম। চড়া দামে চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ক্রেতারা।

নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস কামরুল হাসান নামের এক ক্রেতা বলেন, আগে যে চাল ৫০ টাকা দিয়ে কিনতাম, তার দাম বেড়ে এখন ৮০ টাকা। তার ওপর শাকসবজিও কিনতে হয়। এতে আমার বেশ ভোগান্তি পোহাতে হয়। বেশি দামে ধান কেনা ও ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বাড়তি এমন অজুহাত দেখিয়ে মিল মালিক ও অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ আড়তদার ও পাইকারদের।

তিনি আরো বলেন, আগে আমরা ৫০ কেজির চালের বস্তা কিনতাম ২ হাজার ৪০০-২ হাজার ৫০০ টাকায়। কিন্তু এখন কিনতে হচ্ছে ২ হাজার ৯০০ টাকায়। দাম কমার তো কোনো লক্ষণ দেখছি না। আমরা মিলারদের থেকে প্রতিনিয়ত চাল কিনি।

বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের অজুহাত দেন। রংপুরের (rangpur) পাইকারি বাজারে চালের দাম গত এক সপ্তাহে ৫০ কেজির বস্তাপ্রতি দেড়শ টাকা বাড়লেও চলতি সপ্তাহে ৫০ টাকা কমেছে। তবে কেজিপ্রতি এক টাকা কমার প্রভাব পড়েনি খুচরা বাজারে। তাই এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।

এ বিষয়ে  মো. ইকবাল নামের এক ব্যবসায়ী বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে বড় বড় মিলার চালের সরবরাহ প্রায় বন্ধই করে দিয়েছিলেন। এর পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ারও প্রভাব রয়েছে। তিনি বলছেন, সব মিলিয়ে তাদের খরচ বেশি পড়ছে।

তিনি আরো বলেন, মিলাররা বলছেন যে তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। যেটি আসলেই বেড়েছে। আগে ভাড়া ছিল ১ হাজার ২০০ টাকা। এখন তা ১ হাজার ৬০০ টাকা। এর প্রভাব তো চালের দামে পড়বেই। মিলাররা উচ্চমূল্যে ধান কিনেছেন।

তাদের যেমন ব্যয় হয়েছে, ওনারা সে অনুযায়ীই বিক্রি করছেন। আমরা তাদের কাছ থেকে যে দামে কিনে আনি, তার চেয়ে ১০-২০ টাকা লাভে বিক্রি করি।

ঢাকার কারওয়ান বাজার সরজমিনে দেখা  গেছে, প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকায়, বিআর আটাশ ৫৮ থেকে ৬০ টাকায়, মিনিকেট ৭২ টাকা, নাজির ৮০ থেকে থেকে ৮৫ টাকায় আর চিনিগুঁড়া ১২০ থেকে ১৩০ টাকায়।

এসব চাল গত এক সপ্তাহ আগেও ৫ থেকে ১৫ টাকা কমে বিক্রি হয়েছে। হঠাৎ এই পরিমাণ দাম বৃদ্ধি কেন হলো জানতে চাইলে কারওয়ান বাজারের ফেনী রাইস মিলের বিক্রয়কর্মী মো. মাসুম রানা বলেন, চালের বাজার এখন করপোরেট গ্রুপের হাতে।

তারা হাজার হাজার টন চাল কিনে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। আর বাজারে একটা পণ্যের সরবরাহ কমে গেলে দাম এমনিতেই হু হু করে বেড়ে যাবে।

চালের পাইকারি বাজার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের মেসার্স সূচনা রাইস এজেন্সির স্বত্বাধিকারী সবুজ মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগেও ৫০ কেজির ১ বস্তা বিআর আটাশের দাম ছিল ২৪০০ টাকা। সেই চালের বস্তা আজ ২৭৫০ টাকা। মিলাররা দাম বাড়ালে আমরা কি করব। তারা যখন যে রেট ধরে সেই রেটে মাল নিতে হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী (tipu munshi) চালের দাম বৃদ্ধি অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেন, বর্তমানে দ্রব্যমূল্য এতটা বাড়ার কোনো কারণ নেই। মাত্রাতিরিক্ত মুনাফার প্রবণতার কারণে সবাই এক লাফে দাম বাড়িয়ে দেয়।

মনে করেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতি কেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে। সেখানে ব্যবসায়ীরা ৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই। হঠাৎ করে সুযোগ কেউ কেউ নিয়েছে। যে পরিমাণ বাড়ার কথা, তার থেকে অনেক বেশি সুযোগ নিয়েছে, এটা সত্যি কথা।

আমরা চেষ্টা করছি। শুধু রাজধানী ঢাকায় নয় এই অবস্থা সারা দেশেই। বাংলাদেশে (bangladesh) সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী জেলা দিনাজপুর, রংপুর, নওগাঁ ও কুষ্টিয়া জেলাতেও একই অবস্থা বিরাজ করছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে এসব জেলায় হু হু করে বেড়ে গেছে চালের দাম।

No Result
View All Result

Recent Posts

  • আজই মুক্তি ‘অর্ধাঙ্গিনী’
  • ভাগ্যের উপর নির্ভরশীলতা বিরাট বিপজ্জনক: চাণক্য
  • বঙ্গভাষী অসমিয়া নয় ,আসামবাসী বঙ্গভাষী বা বাঙালিই হোক অসমের বাঙালিদের পরিচিতি – বিডিএফ
  • বাংলাদেশের চট্টগ্রামে ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তকে হুমকি দিয়ে ফোন
  • ২ জুন রাশিফল
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd