ওপার বাংলা

বাংলাদেশের ভোলার হোটেল থেকে Rajasthan যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: বাংলাদেশের (Bangladesh) দক্ষিণ জনপদ জেলা ভোলার একটি আবাসিক হোটেল থেকে মনোজবাট (৩৫) নামে এক ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানী Dhaka থেকে ২০০ কিলোমিটার দূরের জেলা ভোলার সদর রোডের হোটেল জাহান নামের একটি আবাসিক হোটেলের ২০৬ নাম্বার রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মনোজবাট ভারতের রাজস্থান প্রদেশের পাড়ি জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন চিত্র শিল্পী ও চার সন্তানের জনক। নিহতের সঙ্গে থাকা ৫ ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন- জয় লাল, কিশান রায়, নারেশ কুমার, রবি কুমার, ইশান রাম।

Rajasthan প্রদেশ থেকে গত ১১ ফেব্রুয়ারি পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে মনোজবাটসহ ৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে আসেন। এক সপ্তাহ যশোর থাকার পর ১৭ ফেব্রুয়ারি ভোলায় আসেন। তারা ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফেনসি আর্ট আঁকতেন।

তারা শহরের জাহান আবাসিক হোটেলে নিয়মিত রাত্রিযাপন করেন। তারা ছয়জন প্রতিদিনের মতো গতকাল ২৭ ফেব্রুয়ারি রাতে খাওয়া-দাওয়া শেষে হোটেলে ঘুমিয়ে যান। সকালে মনোজবাটের মরদেহ দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মৃত মনোজবাটের সহকর্মী ইশান রাম বলেন, প্রতিদিনের মতো কাজ শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। খাওয়া-দাওয়া শেষে টিভি দেখে যার যার রুমে ঘুমাতে যাই। পরদিন সকালে মনোজবাটকে চা পানের জন্য ডাকতে গেলে সে কোনো সাড়া না দেওয়ায় হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

মনোজবাটকে ঘরে পড়ে থাকতে দেখে তারা ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। পরে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। মনোজবাটের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে ও ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে।

এ বিষয়ে জাহান আবাসিক হোটেল ম্যানেজার ইকবাল হোসেন ও বিপ্লব দে বলেন, ভারতীয় ৬ নাগরিক গত ১৭ ফেব্রুয়ারি আমাদের হোটেলে ওঠেন। আমাদের নিয়ম অনুযায়ী তাদের ভোটার আইডি, পাসপোর্টসহ প্রয়োজনীয় সব ডকুমেন্টস আমরা সংগ্রহ করি।

তারা গত ১২ দিন হোটেল থেকে সকালে বের হয়ে যেত ও রাতে এসে ঘুমাতো। গত মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটেছে।

সকালে তাদের একজন এসে জানায় মনোজবাটের কথা জানায়। আমরা তাকে পড়ে থাকতে দেখে ডাক্তার ডাকি ও থানায় খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ভোলার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, শহরের আবাসিক হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সঠিক কী কারণে ভোলায় এসেছিলেন তা নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে দুই দেশের দূতাবাসের সমন্বয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

2 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago