ওপার বাংলা

বাংলাদেশে পলাতক জঙ্গিদের নিস্তার নেই, পাকড়াও হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

ঢাকা: ‘পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থা। চলছে। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, আমরা অনেক জঙ্গিকে ধরেছি।

অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা ধরে ফেলব। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে, পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে   এ কথা বলেন তিনি।

দেশে জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। যখনই যে ইনফরমেশন তারা পাচ্ছেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দিতে পারিনি। তবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।

আমাদের নিরাপত্তা সংস্থা বিশেষ করে পুলিশ, র‌্যাব ভালো কাজ করছে বলেই সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমাদের দেশকে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা হয়েছিল।

তবে সব কিছু আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।  সদ্য সমাপ্ত  বাংলা আকাডেমির বইমেলায় বোমা হামলার হুমকির উড়ো চিঠি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম অনেক হুমকি আসে। আমরা সব কিছু শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, তাই রাজনৈতিক পরিস্থিতি গরম হচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলা ও আইন-শৃঙ্খলা রক্ষা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন এলে সব দলই তৎপর হয়।  আমার মনে হয়, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে পটিয়া বাইপাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা হয়- পটুয়াখালীর দশমিনার হোসাইন আহমদ (২২), কুমিল্লা সদরের নিহাল আব্দুল্লাহ (১৯), একই এলাকার আল আমিন (২২) ও খুলনার ডুমুরিয়ার আল আমিন ওরফে পার্থ কুমার দাস (২১)।

তাদের কাছ থেকে প্রশিক্ষণসহ বিভিন্ন জঙ্গি তৎপরতার একটি ভিডিও কনটেন্ট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার নিহাল একটি আইনশৃঙ্খলাবাহিনীর স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার কারণে হামলা করতে পারেননি।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৭ এর বহদ্দার হাট ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান,  কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, সংগঠনের বেশ কয়েকজন সদস্য তাদের আমীরের নির্দেশে পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে বের হয়ে সমতলে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছে।

এই তথ্যের ভিত্তিতে র‌্যাব চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জঙ্গিরা নিজেদের বন্ধু-বান্ধবের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া’য় যোগদান করে।

তারা পার্বত্য চট্টগ্রামে স্বশস্ত্র প্রশিক্ষণের জন্য যায়। সেখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সহায়তায় অস্ত্র চালানো ও বিভিন্ন রণকৌশলের প্রশিক্ষণ তারা গ্রহণ করে।

গ্রেপ্তার আল আমিন ওরফে পার্থ কুমার দাস একজন নও মুসলিম। ২০১৮ সালে সে ইসলাম গ্রহণ করেন। পরে ঢাকায় গিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি নেয়। এবং জঙ্গি সংগঠনে যোগদান করে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

19 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

23 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 days ago