ওপার বাংলা

Bangladesh-ভারতে যাতায়াতকারীদের ইমিগ্রেশনে লাগবে মাত্র ৪০ সেকেন্ড

ঢাকা: Bangladesh ও ভারতে যাতায়াতকারীরা এখন ভোগান্তি ছাড়াই ইমিগেশন সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশের সীমান্ত জেলা যশোরের বেনাপোল স্থলবন্দরে স্থাপন করা হয়েছে ইলেকট্রনিক গেট বা ই-গেট।

আন্তর্জাতিক বিমান বন্দরের মতো স্থাপিত এই ই- গেট দিয়ে মাত্র ৪০ সেকেন্ডে পারাপার হতে পারবেন যাত্রীরা। গেটে পাসপোর্ট প্রদর্শন করলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

ইমিগ্রেশনের আর কোনো ঝামেলা থাকছে না। থাকবে না আগের মতো ৫ থেকে ১০ মিনিটের বিড়ম্বনা- ভোগান্তিও। তবে পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। পারবেন না একজনের পাসপোর্ট দিয়ে আরেকজন যেতে।

পাসপোর্ট আরেকজন দেখালে গেট খুলবে না। ফলে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। বাংলাদেশে স্থল বন্দরে এই প্রথম বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট চালু হচ্ছে। এটি Bangladesh সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী ৪ মার্চ বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে ই- গেট উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর মন্ত্রী সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেশী দুই দেশের যোগাযোগের সংযোগ বন্দর বেনাপোল স্থল বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে সর্বোচ্চ মানুষ বা যাত্রী যাতায়াত করে। এবং বিভিন্ন ধরণের পণ্যও পরিবহন করা হয়।

বেনাপোল স্থালবন্দর সূত্রে জানা গেছে, চেকপোস্টে প্রথম পর্যায়ে ছয়টি ই-গেট করা হয়েছে। এর মধ্যে ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি। পর্যায়ক্রমে এ গেট বাড়ানো হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব গণমাধ্যমকে জানান, যাত্রীরা তাদের পাসপোর্ট দেখালেই অটোমেটিক গেট খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন দেখালে গেট খুলবে না।

এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এ কাজ করতে; যেখানে আগে লাগত কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট। তিনি আরও জানান, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন। এ গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে।

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান কুতুব বলেন, বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ গেট উদ্বোধন হওয়ার পর যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কোনোরকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন।

তিনি আরও বলেন, এরকম সুবিধা বিমানবন্দরে আছে। বিমানবন্দরের মতো এখন দেশের প্রথম হিসেবে বেনাপোল চেকপোস্টে এ সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার।

এ সুবিধা চালু হওয়ার পর বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাওয়া-আসার জন্য কোনো ঝামেলা থাকবে না। দালালদের দৌরাত্ম্যও থাকবে না।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

7 days ago