• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Tuesday, March 28, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

Bangladesh-ভারতে যাতায়াতকারীদের ইমিগ্রেশনে লাগবে মাত্র ৪০ সেকেন্ড

হাবিবুর রহমান by হাবিবুর রহমান
March 3, 2023 8:45 am
Bangladesh-ভারতে যাতায়াতকারীদের ইমিগ্রেশনে লাগবে মাত্র ৪০ সেকেন্ড
55
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: Bangladesh ও ভারতে যাতায়াতকারীরা এখন ভোগান্তি ছাড়াই ইমিগেশন সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশের সীমান্ত জেলা যশোরের বেনাপোল স্থলবন্দরে স্থাপন করা হয়েছে ইলেকট্রনিক গেট বা ই-গেট।

আন্তর্জাতিক বিমান বন্দরের মতো স্থাপিত এই ই- গেট দিয়ে মাত্র ৪০ সেকেন্ডে পারাপার হতে পারবেন যাত্রীরা। গেটে পাসপোর্ট প্রদর্শন করলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

ইমিগ্রেশনের আর কোনো ঝামেলা থাকছে না। থাকবে না আগের মতো ৫ থেকে ১০ মিনিটের বিড়ম্বনা- ভোগান্তিও। তবে পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। পারবেন না একজনের পাসপোর্ট দিয়ে আরেকজন যেতে।

পাসপোর্ট আরেকজন দেখালে গেট খুলবে না। ফলে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। বাংলাদেশে স্থল বন্দরে এই প্রথম বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট চালু হচ্ছে। এটি Bangladesh সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী ৪ মার্চ বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে ই- গেট উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর মন্ত্রী সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেশী দুই দেশের যোগাযোগের সংযোগ বন্দর বেনাপোল স্থল বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে সর্বোচ্চ মানুষ বা যাত্রী যাতায়াত করে। এবং বিভিন্ন ধরণের পণ্যও পরিবহন করা হয়।

বেনাপোল স্থালবন্দর সূত্রে জানা গেছে, চেকপোস্টে প্রথম পর্যায়ে ছয়টি ই-গেট করা হয়েছে। এর মধ্যে ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি। পর্যায়ক্রমে এ গেট বাড়ানো হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব গণমাধ্যমকে জানান, যাত্রীরা তাদের পাসপোর্ট দেখালেই অটোমেটিক গেট খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন দেখালে গেট খুলবে না।

এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এ কাজ করতে; যেখানে আগে লাগত কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট। তিনি আরও জানান, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন। এ গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে।

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান কুতুব বলেন, বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ গেট উদ্বোধন হওয়ার পর যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কোনোরকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন।

তিনি আরও বলেন, এরকম সুবিধা বিমানবন্দরে আছে। বিমানবন্দরের মতো এখন দেশের প্রথম হিসেবে বেনাপোল চেকপোস্টে এ সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার।

এ সুবিধা চালু হওয়ার পর বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাওয়া-আসার জন্য কোনো ঝামেলা থাকবে না। দালালদের দৌরাত্ম্যও থাকবে না।

No Result
View All Result

Recent Posts

  • ৬ মাসের মধ্যেই কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু নামিবিয়া থেকে আনা চিতা সাশার 
  • সদ্য প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বাংলো খালি করার নোটিশ কেন্দ্রের
  • ঈশানকথা ওয়েব ম্যাগাজিনের পক্ষ থেকে আয়োজিত স্মরণসভায় প্রয়াত অরবিন্দ রায়ের ব্যক্তিত্বের দিক তুলে ধরে শ্রদ্ধা জানালেন বিশিষ্টজনেরা
  • ভনভনে মাছি দূর করার উপায় কী?
  • ঢাকায় সুইপার কলোনিতে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪ জন দগ্ধ
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd