ওপার বাংলা

চট্টগ্রামের পটিয়ায় তৌহিদী জনতার’ বিক্ষোভ মিছিল থেকে মন্দিরে হামলা-ভাংচুর; আতংকে হিন্দুরাঃ ৫০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের বিপ্লবতীর্থ নামে পরিচিত পটিয়ার ধলঘাটে গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’ র ব্যানারে একদল মুসলিম প্রায় অর্ধশতবর্ষ প্রাচীন একটি সার্বজনীন দুর্গামন্দিরে ব্যাপক হামলা ও সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আতংক ও নিরাপত্তাহীনতা কাজ করছে। এই মিছিলে স্থানীয় আওয়ামীলীগ-বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনগন। মিছিল থেকে ‘ একটা দুইটা হিন্দু ধর, হিন্দু ধইরা সকাল-বিকেল নাস্তা কর, নরেন্দ্র মোদীর দুই গালে জুতা মারো তালে তালে’ এ ধরনের কটুাক্তমুলক শ্লোগানও শোনা যায়।

এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে নন্দেরখীল গ্রামের আবুল কাসেমের ছেলে মো: ফরিদ(২৫) ও আবদুর রহিমের পুত্র মো: মানিক (২৬) নামে দুইজনকে আটক করেছে। গত শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এরা দু’জন সরকারিদল আওয়ামীলীগের স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছত্রচ্ছায়ায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ভারতের দিল্লীতে সম্প্রতি সংঘটিত সহিংসতা এবং মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গা মন্দিরে ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’ র ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিল থেকেই দুর্গামন্দিরে ও সরস্বতি পুজার প্রতিমা ভাংচুর করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গা মন্দিরে গত ৬ মার্চ সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতাÕর ব্যানারে শুক্রবার বিক্ষোভ মিছিল থেকে মন্দিরে ও সরস্বতি পূজার প্রতিমা ভাংচুর করা হয়। মন্দিরের সামনেই এই ব্যানারটি টানানো হয়েছিল।

গত প্রায় ৫০ বছর ধরে এই দুর্গামন্দিরটিতে পুজা হচ্ছে। এ ঘটনায় গতকাল শনিবার মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দন বাদী হয়ে পটিয়া থানায় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত শুক্রবার বিকেল তিনটায় উপজেলার ধলঘাট ইউনিয়নের ধলঘাট ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটে।

এই সেই প্রধান ইন্ধনদাতা আওয়ামী লীগ নেতা ফরিদ। যার নেতৃত্বে ধলঘাট ক্যাম্পে সরস্বতী মায়ের মূর্তি ভাংচুর করা হয়।

এ ঘটনা জেনে গতকাল শনিবার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহŸান জানিয়ে ভবিষ্যতে যাতে কোন ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাস বা আর কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের অসা¤্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।

শনিবার (৭ মার্চ) এর প্রতিবাদে ও এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের আহŸানে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা এডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে পটিয়াতে সমাবেশ।

এদিকে এ ঘটনার খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। অবশ্য এই হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের হালিশহওে অবস্থিত আবহনী ক্লাবের মাধ্যমে জুয়ার আসর বসিয়ে কোটি কোটি টাকা আয় করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ সরকাওে তাকে বিদেশে যেতেও নিষেধাজ্ঞা দিয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধরা রুশ-ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, ভারতে মুসলিম নির্যাতনের বিচার চাই, মোদির বাংলাদেশ সফর মানিনা, মানিনা এ ধরনের শ্লোগান দেন।

তবে পটিয়া থানার অফিসার ইনচার্জ মো: বোরহান উদ্দিন দাবি করেন , ভারতের দাঙ্গার ইস্যু ও নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রচার করা হলেও প্রকৃত পক্ষে জায়গা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। পটিয়ায় অনেক মাদরাসা থাকলেও কেউ এ ধরনের কর্মসূচি দেয়নি। ধলঘাটের ওই এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মহল বিশেষ তৌহিদী জনতার ব্যানারে নাশকতা সৃষ্টির চেষ্টা করেছে। আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। এছাড়া ও আরো যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago