ওপার বাংলা

নাগরিকত্ব আইনে ‘ঋণাত্মক’ দিক দেখছেন অসমের বিজেপি বিধায়ক, বাংলাদেশের জনজাতির জন্যে বিশেষ ব্যবস্থার দাবি

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে চলা প্রতিবাদের মাঝে অসমের একজন বিজেপি বিধায়ক সিএএ আইনে ‘ঋণাত্মক’ দিক দেখছেন এবং জনজাতির জন্যে ভালো ব্যবস্থার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, CAA-র বিরুদ্ধে অসমে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করছে অসম ছাত্র সংস্থার পাশাপাশি বিভিন্ন সংগঠন।

তাঁদের দাবী অনুযায়ী, নাগরিকত্ব আইন অসমের মানুষের রাজনৈতিক স্বার্থবিরোধি এবং তা অসমিয়াদের মান নিম্নগামী করবে।

পরবর্তীতে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের একদিক থেকে অন্যদিকে সহিংস প্রতিবাদ করেছে জনগণ।

তাৎপৰ্য্যপূৰ্ণভাবে, নর্থ ইস্ট নাও’এর মুখ্য সম্পাদক অনির্বাণ রায়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক ডাঃ নুমল মমিন সিএএ -র ‘ঋণাত্মক’ দিকের ওপর আলোকপাত করেছেন।

নয়া আইনে ‘ঋণাত্মক’ দিক দেখা  তিনিই প্রথম বিজেপি নেতা।

এই নয়া আইনের মাধ্যমে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের ভারতে নাগরিকত্ব প্রদান করা হবে।

‘নাগরিকত্ব সংশোধনী আইনের একমাত্র ঋণাত্মক দিক হচ্ছে ৩১ ডিসেম্বর, ২০১৪ কাট অব ডেট’ বোকাজানের বিজেপি বিধায়ক বলেন।

চিকিৎসক থেকে রাজনীতিবিদ হওয়া মমিন কার্বি আংলঙের গারো জনজাতির লোক। তিনি স্পষ্টভাবে দাবি জানিয়েছেন, বাংলাদেশের জনজাতিদের জন্যে সিএএ’তে বিশেষ ব্যবস্থা থাকতে হবে।

বাংলাদেশের টাঙ্গাইল, জামালপুর,শেরপুর, নেত্রকোণা, মৈমনসিংহ, রংপুর, সুনাম্গঞ্জ, সিলেট এবং মৌলবিবাজার জেলায় গারো লোকেদের বৃহৎ বসতি রয়েছে।

গারো ছাড়াও বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্ব অংশে রাভা, হাজং, বরো, কার্বি এবং খাসির বড় জনবসতি রয়েছে।

“যেহেতু বাংলাদেশে গারোদের খ্রিস্টান এবং তাঁদের কিছু এখনো হিন্দু। যদি তাঁরা নির্যাতিত হন, সিএএ’র মাধ্যমে ভারতে নাগরিকত্ব পাবেন।” নেতা বলেন।

বিজেপি নেতা গভীর চিন্তার সাথে বলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করা বাংলাদেশের জনজাতি ছাড়াও বৃহৎ সংখ্যক বাদ পড়েছে, এবং তাঁরা সেদেশে অত্যাচারিত।

‘নাগরিকত্ব সংশোধনী আইন এখন তাঁদের ভারতে আসতে বাধা দিচ্ছে’।

“সিএএ’ আইনে যদি বিশেষ ব্যবস্থা শীঘ্রই নেয়া না হয়, তাহলে বাংলাদেশের গারো এবং অন্যান্য জনজাতীয়রা হয় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবে নয়তো মৃত্যুকে গ্রহণ করবে”। মর্মান্তিক কথাটি তিনি বলেন।

“তাঁরা জনজাতীয়, এবং তাঁরা যদি জীবন বাঁচানোর জন্যে উত্তর-পূর্বে ভারতে আসতে চান, তাহলে তাঁদের সাহায্য করতে হবে আমাদের।”

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago