ওপার বাংলা

করোনাঃ প্রবাসিদের জোর বাংলাদেশে; কোয়ারেন্টাইনে না থেকে দেশকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছেন তাঁরা!

করোনা ঠেকানোর প্রথম প্রক্রিয়া নিজস্ব সাবধানতা অবলম্বন করা ছাড়া অন্য কোন উপায় নেই। এছাড়া কারো করোনা পজিটিভ হোক বা না হোক তিনি যদি বিদেশ থেকে দেশে এসে থাকেন তাহলে তাঁকে অবশ্যই নির্দেশ অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেন তাঁর শরীর থেকে অন্যান্যদের মধ্যে কোনভাবে এই ভাইরাস ছড়াতে না পারে।

কিন্তু বাংলাদেশে এ মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিরা নিজেদের ইচ্ছে মতো সারা শহরে চলাফেরা করছেন। কেউ পালিয়ে যাচ্ছেন। কোয়ারেন্টাইনের কোঠা তাঁদের অপছন্দ, তাঁদের চাই বিলাসি কোঠা! তাই হাজি ক্যাম্পে প্রবাসি বাংলাদেশিদের কোয়ারেন্টাইনে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন।

উল্লেখযোগ্য যে, এমনই ভয়ানক একটি ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে এ মুহুর্তে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কাতারপ্রবাসী (৩০) এক যুবক তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষণ আছে শুনে চিকিৎসা না করিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন। বুধবার, ১৮ মার্চ বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে পালিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা হন্যে হয়ে তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজ বৃহস্পতিবার এই সংবাদ প্রকাশ করা অবধি কোন খোঁজ পাওয়া যায়নি।

উক্ত করোনার লক্ষণ থাকা যুবক কাতার থেকে ৩ মার্চ বাংলাদেশে আসেন।

নিউমোনিয়া, সর্দি, কাশি, শ্বাসকষ্ট-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন।

ঢাকার আশকোনা হাজি ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেছে ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশি।

শনিবার দুপুরে তাঁদের বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বেশি কিছু প্রবাসী।

এক প্রত্যক্ষদর্শী জানান, হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন অনেক প্রবাসী।

এসময় এক প্রবাসী বলেন, ‘আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি। শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। এরপরও কেন আমাদের কোয়ারেন্টাইনে রাখা হলো এটা বুঝতে পারছি না।’

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক বিষয়টি হলো সরকার তাঁদের বিরুদ্ধে কোনপ্রকার অ্যাকশান নেননি।

হাজিক্যাম্পে কোয়ারান্টাইন থাকতে প্রবাসি বাংলাদেশিদের আপত্তির পাশাপাশি আপত্তি আরো বেশ কিছু মানুষের। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, ‘ওরা রেমিটেন্স পাঠায়। ওদের টাকায় নাকি দেশ চলে, তাই তাঁদের কোয়ারেন্টাইনে নেয়া উচিৎ হয়নি!”

কেউ কেউ নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে চেয়েছেন। কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে, তাঁরা নিজের খেয়াল-খুশিমতো যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াচ্ছেন।

একটা কথা বলে রাখি, ভাইরাস কোন পাসপোর্ট পড়তে পারে না বোর্ডিং পাস পড়তে পারে না। ভাইরাস জানে না আপনি কতো বড় ভিআইপি। আপনি যদি আক্রান্ত এলাকা থেকে আসেন তাহলে আপনাকে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। কারণ আপনি একজন সম্ভাব্য জীবাণুবাহক।

সোশ্যাল মিডিয়ায় একজন প্রতিবাদ সাব্যস্ত করে লিখেছেন,

“কিন্তু এই কথা ভুলেও আমাকে বিশ্বাস করতে বলবেন না যে আপনি কেবল দেশ ও জাতির কল্যাণের জন্যে এত কষ্ট করছেন। আপনি করছেন আপনার নিজের কল্যাণের জন্যে। আপনার পাঠানো একটা টাকাও দেশ বা সরকার বা আমরা কেউ নেই না। উল্টা আপনাদেরকে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় যেন আপনারা অফিশিয়াল চ্যানেলে টাকা পাঠান। আপনাদের পাঠানো ফরেন কারেন্সি দেশের কাজে লাগে, কিন্তু সেটা আমরা নগদে কিনে নিই সাথে আপানদেরকে দুই টাকা বেশীও দিই।”

‘কোয়ারান্টাইন’ এর আসল মানে কী? জনগণ ভ্রান্ত ধারণা নিয়ে কী ভাবছেন আসলে? দেখে নেবো কোয়ারেন্টাইন আসলে কীঃ

কোয়ারান্টাইনের বাংলা সঙ্গরোধ বা সঙ্গনিরোধ। কোয়ারান্টাইন মানুষেরও হয়, প্লান্ট বা এনিমেলেরও হয়। মানুষের ক্ষেত্রে সঙ্গনিরোধ থাকার মানে হচ্ছে সম্ভাব্য জীবাণুবাহী মানুষটিকে বা মানুষগুলোকে এক জায়গায় আটকে রাখা যেন তাঁদের কাছ থেকে অন্যান্য মানুষের মধ্যে জীবাণু না ছড়ায়। এটা মনে রাখতে হবে, কোয়ারান্টাইন কোন চিকিৎসাকেন্দ্র নয় আর যাদের কোয়ারান্টাইনে রাখা হয় ওরা নিশ্চিত জীবাণুবাহী নয় অথবা অসুস্থ নয়। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়- কোয়ারান্টাইনে নয়।

কোয়ারান্টাইনে যখন কাউকে রাখা হয় তখন যেটা নিশ্চিত করতে হয় সেটা হচ্ছে যে, সম্ভাব্য জীবাণুবাহী যারা আছে ওদের বাহিত জীবাণু যেন অন্যদের মধ্যে না ছড়ায়। আর সেই সাথে লক্ষ্য রাখতে হয় যে এই সম্ভাব্য জীবাণুবাহী লোকগুলি আসলেই জীবাণুবাহী কিনা সেটি নিশ্চিত করা।

বাংলাদেশে এ মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। মারা গেছেন ১ জন।

সঠিক পথে না চললে, সরকার সচেতন না হলে পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠবে। করোনায় আক্রান্ত হওয়া মানে কোন ব্যক্তিগত বিষয় নয়, এতে জড়িয়ে রয়েছে দেশের, বিশ্বের বিষয়।

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

19 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

23 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 days ago