অসম

হাইকোর্টের রায়ে বহাল তবিয়তে হাইলাকান্দি জেলা পরিষদের সিইও এনকে শান্তিকুমার সিংহ

হাইকোর্টের রায়ে বহাল তবিয়তে এনকে শান্তিকুমার সিংহ। ১০ সেপ্টেম্বর গুয়াহাটি উচ্চ আদালতের মহামান্য বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তাঁর রায়ে হাইলাকান্দি জেলা পরিষদের সিইও এনকে শান্তি কুমার সিংহের বদলির উপর স্থগিতাদেশ জারি করেছেন।

চাকরি জীবন থেকে অবসর নেওয়ার প্রায় ষাট দিন হাতে থাকতে বদলি হয়েছিলেন হাইলাকান্দির জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক (সিইও) এন কে শান্তি কুমার সিংহ (এসিএস)। তাঁকে একই পদমর্যাদায় গুয়াহাটি সচিবালয়ে রাজ্যের হস্ততাঁত, বস্ত্র ও রেশম বিভাগের যুগ্ম সচিব করে পাঠানো হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়ে পদোন্নতি পেয়ে এখানে এসেছিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক হরিচরণ ভক্ত (এসিএস)। কিন্তু গুয়াহাটি উচ্চ আদালতের রায়ে হাইলাকান্দির জেলা পরিষদের সিইও এনকে শান্তি কুমার সিংহ বহাল তবিয়তে।

৯ সেপ্টেম্বর হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এন কে শান্তি কুমার সিংহ গুয়াহটি উচ্চ আদালতে এক রিট পিটিশন দাখিল করেন।

এতে তিনি উল্লেখ করেছিলেন, চলতি বছরের ৩১ অক্টোবর তিনি সরকারি চাকরি থেকে অবসর নেবেন।

এমতাবস্থায় সরকারের পার্সোনাল (এ) বিভাগের সচিব গত ৩ সেপ্টেম্বর এক নির্দেশে তাঁকে গুয়াহাটিতে রাজ্য সচিবালয়ে রাজ্যের হস্ততাঁত, বস্ত্র ও রেশম বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলি করে। তাঁর স্থলাভিষিক্ত করা হয় করিমগঞ্জ অতিরিক্ত জেলাশাসক হরিচরণ ভক্তকে।

তাঁকে পদোন্নতি দিয়ে হাইলাকান্দিতে পাঠানো হয়। অবসর নেওয়ার প্রায় ষাট দিন বাকি থাকতে হঠাৎ করে এই বদলির নির্দেশে তিনি কার্যত মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁকে বদলি করার প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় ( নম্বর ডব্লু পি (সি)/৬৬৯৯/ ২০১৯) হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এনকে শান্তি কুমার সিংহ এ ব্যাপারে মহামান্য আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

গুয়াহাটি উচ্চ আদালতের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ১০ সেপ্টেম্বর এক রায়ে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এন কে শান্তি কুমার সিংহের বদলির উপর স্থগিতাদেশ দেন।

বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তাঁর রায়ে জানিয়েছেন, গত ৩ সেপ্টেম্বর রাজ্য সরকার হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এনকে শান্তি কুমার সিংহের যে বদলির আদেশ দিয়েছেন এতে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে বহাল তবিয়তে রইলেন হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এন কে শান্তি কুমার সিংহ।

এদিকে, পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক পদে আসা করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক হরিচরণ ভক্ত গত ৯ সেপ্টেম্বর হাইলাকান্দিতে এসেছিলেন নতুন দায়িত্ব সমঝে নিতে। কিন্তু সে সময় বর্তমান সিইও শান্তি কুমার সিংহ ছুটিতে থাকায় তিনি সেদিন দায়িত্ব না নিয়ে অবশ্য জেলাশাসক কীর্তি জালির কাছে “রিপোর্টিং” করেছিলেন।

এ ব্যাপারে হরিচরণ ভক্তের মতামত জানতে সোমবার বিকেলে তাঁকে ফোন করলে তিনি জানিয়েছেন, তিনি বর্তমানে করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলাশাসক পদেই কাজ করছেন। হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক হিসেবে দায়িত্ব নেননি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago