অসম

গান্ধীবাগের পর হাইলাকান্দির নেহরু শিশু উদ্যানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ার অপচেষ্টা, সরব বিভিন্ন দল সংগঠন

হাইলাকান্দির নেহরু শিশু উদ্যানে ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ার জন্য পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন দল সংগঠন।

এর প্রতিবাদে সোমবার নির্মাণ কার্য বন্ধ করে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। পাশাপাশি নাগরিক অধিকার সুরক্ষা সমিতি সহ বিভিন্ন সংস্থা সংগঠন নাগরিক সভা ডেকে নেহরু শিশু উদ্যান (পার্ক) পুননির্মাণের নামে দোকানঘর তৈরির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর কোটি টাকা ব্যয়ে হাইলাকান্দি নেহরু শিশু উদ্যানের পুননির্মাণের কাজের শিলান্যাস করেছিলেন নগরোন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা। তাঁর সঙ্গে শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত কুমার নাথ, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, জেলাশাসক কীর্তি জালি সহ শাসকদল ও পুরসভার প্রতিনিধি সহ আধিকারিক-কর্মীরা।

কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার পর সামনে আসে অন্য তথ্য।

এই উদ্যানে অন্যান্য কিছুর সঙ্গে একটি দালান গৃহ ও ছয়টি দোকান ঘর নির্মাণ করা হবে ।

এক্ষেত্রে এ বি ভি পি এবং নাগরিক অধিকার সুরক্ষা সমিতি সহ অন্যান্য সংস্থা সংগঠনের কর্মকর্তাদের তীব্র আপত্তি রয়েছে দোকান ঘর নির্মাণ করা নিয়ে । তাদের বক্তব্য উদ্যানে ব্যাবসায়ী প্রতিষ্ঠান গড়া হলে পার্কটি সংকুচিত হয়ে যাবে । ফলে শিশুদের খেলাধুলা করায় বিঘ্ন ঘটার পাশাপাশি এই স্হানে সবুজায়ন ধ্বংস সহ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।

সোমবার দুপুরে এবিভিপি-র সদস্যরা হাইলাকান্দির নেহরু শিশু উদ্যানে নির্মাণস্থলে গিয়ে সেখানে দোকান ঘর এবং অট্টালিকা নির্মাণের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।

সেইসঙ্গে তাঁরা নির্মাণকাজ বন্ধের দাবিতে সেখানে সংগঠনের পতাকা পুঁতে দেন।

এব্যাপারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষে কনকলাল দেব, সানি বিশ্বাস, বিশাল দাস, রাজদীপ চক্রবর্তী, প্রকাশ দেব সহ অন্যান্যরা জানান, পার্কের স্হানে তারা কোন অবস্থাতেই দোকান নির্মান করতে দেবেন না । তাঁদের প্রতিবাদী কার্যসুচি অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন ।

এবিভিপি-র সদস্যরা আরও জানান, গত ৯ সেপ্টেম্বর তারা পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ তিমুঙ্গের কাছে স্মারকলিপি প্রদান করে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন ।

এদিকে, এদিন হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি মানিক চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষের নেতৃত্বে সংস্থার এক প্রতিনিধিদল পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ তিমুং-এর সঙ্গে সাক্ষাৎ করে নেহরু শিশু উদ্যানে ব্যাবসায়ী প্রতিষ্ঠান নির্মাণের পুরসভার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নাগরিক অধিকার সুরক্ষা সমিতির এই প্রতিনিধি দলে বিজেপি যূবমোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৈকত দত্ত চৌধুরী, নারায়ণ দেবনাথ এবং সুশীল পাল প্রমুখ ছিলেন । নেহরু শিশু উদ্যানে ব্যাবসায়ী প্রতিষ্ঠান নির্মাণের সিদ্ধান্তে বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিবাদে চাপে পড়ে পুরসভা কতৃপক্ষকে পিছু হটতে দেখা গেছে ।

এদিন পার্কের নির্মাণকাজ বন্ধ রেখে মঙ্গলবার নাগরিক সমাজের সঙ্গে পুরসভা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে । এ ব্যাপারে পুরসভার সদস্য অরুণকুমার দাস জানিয়েছেন, এবিভিপি সহ অন্যান্য সংস্থা সংগঠনের মতামতকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার বিকেল তিনটেয় পুরসভার কার্যালয়ে এইসব সংস্থা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

তবে অবশ্য এব্যাপারে পুরসভার বড়বাবু শান্তনু দেব সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন, পুরসভা সরকারি নির্দেশে কাজ করছে । এক্ষেত্রে তাদের কিছু করার নেই।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago