কলকাতা: আগে খুব চোখ উঠত, এখন যদিও কম উঠেছে, তবে বাংলাদেশে (bangladesh) অনেকের আবার চোখ উঠছে।

চোখের কোনও গ্রন্থিতে তেল জমে থাকলে গ্রন্থিটি বন্ধ হয়ে যায়। এর ফলে আঞ্জনির সমস্যা সামনে আসে।আর চোখ উঠলে অনেক সমস্যা হয়। চোখ জ্বলা থেকে শুরু করে ব্যথা আবার অনেকেরই এই সময়ে চোখে পুঁজ হয়। রক্তক্ষরণও দেখা যায় অনেকের ক্ষেত্রে।

ফলে চিকিৎসা দরকার। কিছু ঘরোয়া সমাধানও আছে।
আপনাকে যেটা করতে হবে:
তাওয়া বা চাটু গরম করে পরিষ্কার, শুকনো কাপড়ে সেই তাপ নিন। কাপড় গরম হলে সেই কাপড় দিন চোখে। অর্থাৎ গরম ভাপ। দিনে বার কয়েকবার দিতে পারলে ক্ষতিকারক ব্যাকটিরিয়া মরে যাবে। গ্রন্থির তেলও শুকোবে।
পেয়ারা পাতা কাজে আসে।পেয়ারা পাতার মধ্যে জীবাণু ধ্বংস করার ক্ষমতা আছে। পেয়ারা পাতাকে শুকনো তাওয়ায় নেড়ে সেটা একটি নরম কাপড়ে জড়িয়ে ধরে থাকুন চোখের উপর। অনেক আরাম পাবেন।
চোখ উঠলে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল ব্যথা
দূর করে।
কীভাবে এটি ব্যবহার করবেন?
চোখ উঠেছে যে চোখে সেখানে প্রথমে গরম ভাপ নিন। তার পর একটি কটন তুলোর বলে ক্যাস্টর অয়েল মাখিয়ে চোখের পাতায় ধরে থাকুন।
এই কয়েকটি ঘরোয়া উপায় আছে, তভে বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।