অসম

বদরপুরে রেল ডিভিশন, ২০ জানুয়ারী খতিয়ে দেখতে আসছেন নয়াদিল্লির প্রতিনিধিদল

দীর্ঘদিনের গণদাবী বদরপুরে রেল ডিভিশন স্থাপনের। সম্প্রতি বদরপুরে রেল ডিভিশন স্থাপনের দাবি নিয়ে বেশ আন্দোলনমুখো হয়ে উঠেছিলেন বৃহত্তর এলাকার উন্নয়নকামী জনগণ। আন্দোলনের জের কিংবা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বৃহত্তর এলাকার গণদাবী খতিয়ে দেখতে বদরপুরে আসছেন ভারতীর রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সূত্রের খবর , সম্ভবত আগামী ২০শে জানুয়ারি নয়া দিল্লি থেকে রওয়ানা করে বরাকে প্রস্তাবিত রেলওয়ে ডিভিশন স্থাপনে নির্দিষ্ট জমি খতিয়ে দেখতে আসছেন উচ্চপদস্থ কর্মকর্তারা । বিগত কয়েক বছর ধরে এ নিয়ে চলছে নানা টালবাহানা ।

রেলের একদল আধিকারিক চাইছেন ডিভিশন শিলচরে হোক। কিন্তু বদরপুরের রেল ডিভিশনের আন্দোলনকারীরা চাইছেন সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো এবং ভৌগলিক সুবিধা থাকায় এটি বদরপুরেই স্থাপন হোক।স্থানীয়দের দাবি, সম্প্রতি পিএসি-র সদস্য অমরেশ রায় দিল্লিস্থিত রেলভবনে বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বদরপুরে রেল ডিভিশন স্থাপনের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। বদরপুরে রেলের নিজস্ব জমি আছে এক হাজার সাতশো বিঘা। কোয়ার্টার আছে সাতশোটি।

এই বিশাল পরিকাঠামো ছেড়ে শিলচরে ডিভিশন স্থাপনের পরিকল্পনা কতটা বাস্তব সম্মত প্রশ্ন তুলেন তিনি। এছাড়াও বদরপুর বরাক উপত্যকার মধ্যে অবস্থিত হওয়ায় পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা,মিজোরাম,মনিপুর সহ বরাকের সঙ্গে যোগাযোগ অনেকটাই সহজতর। সুতরাং বদরপুরকে বঞ্চিত করে শিলচরে ডিভিশন স্থাপন কতটুকু বাস্তবসম্মত হবে প্রশ্ন তুলেন তিনি। তিনি আরও বলেন এলাকার জনগণের ডিভিশন স্থাপনের দাবিতে প্রায় দীর্ঘ ৩৫ বছরের আন্দোলনের কথাও উল্লেখ করেন। রেলভবনের আধিকারিকরা সাংসদ অমরেশ রায়ের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে জানুয়ারি মাসের প্রথম দিকে একটি প্রতিনিধিদল বদরপুরে আসছেন। এখানে সরজমিনে পরিদর্শন করে রিপোর্ট করবেন বলে জানা গেছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে রেলওয়ে ডিভিশন স্থাপনের দাবীতে ধর্না কার্যসূচী পালন করে আসছে বরাক ভ্যালি বদরপুর রেলওয়ে ডিভিশন ডিমান্ড কমিটি। একইসঙ্গে ধর্না কার্যসূচী পালন করে এরিয়া ম্যানেজার অফিস প্রাঙ্গনে এলাকার সচেতন নাগরিক সহ বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে।

১৯৮৮ সাল থেকে দীর্ঘ প্রত্যাশিত দাবি রেল বিভাগ বদরপুরকে উপেক্ষিত করে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় ক্ষুব্ধ বদরপুর সহ পাশ্ববর্তী এলাকার সচেতন নাগরিকবৃন্দ। একটি আহ্বায়ক কমিটি গঠন করে আহ্বায়ক কমিটির ডাকে বদরপুরে রেল ডিভিশন স্থাপনের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। এ সংক্রান্তে ডিমান্ড কমিটির পক্ষ থেকে রেলপথ মন্ত্রী, এজিএম, এডিআরএম এন.এফআর ও অঞ্চল পরিচালককে স্মারকপত্ৰ প্রদান করা হয়েছে বলে খবর।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago