অসম

প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মজয়ন্তী পালন কাটিগড়ায়

দুর্ভাগ্যবশত বৃহত্তর কাটিগড়ার যে সব পানীয়জল সরবরাহ প্রকল্পগুলো অচল হয়ে পড়ে রয়েছে, সেই সব পানীয়জল সরবরাহ প্রকল্পগুলো গণসচেতনতার মধ্যে দিয়ে ফের সক্রিয় করে তুলে পরিশোধিত পানীয়জলের অভাবে দুর্বিষহ হয়ে উঠা জনজীবনকে স্বাভাবিক করার অঙ্গীকারই হোক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্য ।

বুধবার ভারতীয় জনতা পার্টির কাটিগড়া মণ্ডল কমিটির উদ্যোগে ভারতের গর্ব জননেতা অটলবিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষ্যে মণ্ডল কমিটির কাটিগড়াস্থিত অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টায় এক স্মরণসভার আয়োজন করা হয়।

২৫ডিসেম্বর প্রভু যীশুখ্রীষ্টের আবির্ভাব তিথির পূণ্যলগ্নে ভারতবর্ষের পূণ্যভূমিতে ভূমিষ্ঠ হয়েছিলেন ভারতরত্ন তথা ভারতের গর্ব জননেতা অটলবিহারী বাজপেয়ী। তাঁর বিশাল ব্যাপ্তি কর্মযজ্ঞের বিভিন্ন দিক নিয়ে মণ্ডল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মকর্তারা সারগর্ভ বক্তব্য রাখেন।

মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব(বাবলা)-র পৌরহিত্যে আয়োজিত অটলজীর স্মরণসভায় বিধায়ক অমরচাঁদ জৈন বলেন, ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেখানো পথে ভারতীয় জনতা পার্টি এই সময়ে দলগতভাবে শুধু ভারতে নয় গোটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। চার দশকের সুদীর্ঘ পথ হেঁটে একশো ত্রিশ কোটি ভারতবাসীর আশীর্বাদধন্য হয়ে বর্তমান দেশের শাসনভারে রয়েছে। এটা অবশ্যই জননেতা প্রয়াত অটলজীর অনুপ্রেরণা ।অটলজীর হার না মানা লড়াই ।

শিলচর থেকে সৌরাষ্ট্র সড়ক যোগাযোগ ব্যবস্থা,প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা,শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে পিএমইজিপি,সর্বশিক্ষা সহ আরও বহু প্রকল্পের সূচনা করে দেশকে এক নতুন দিশা দেখিয়েছিলেন প্রয়াত এই জননেতা। বিধায়ক জৈন প্রয়াত এই জননেতাকে স্মরণ করতে গিয়ে আরও বলেন গ্রামীণ ভারতের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। প্রসঙ্গত, বৃহত্তর কাটিগড়ার প্রায় অধিকাংশ পানীয়জল সরবরাহ প্রকল্পসমূহ নানাবিধ কারনে ভোগছে।

এইগুলোকে সুচারুভাবে পরিচালনা তথা সক্রিয় করে তোলার আহ্বান জানান তিনি । দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত,প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী,বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য্য,অপূর্ব দাস,সজলকান্তি দেব,রানা চক্রবর্তী,মহিলা মোর্চার সভানেত্রী বাবলী নাথ প্রমুখ তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন ।

৯৫তম জন্মজয়ন্তীর পূণ্যলগ্নে স্থায়ী মণ্ডল কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের অঙ্গীকারে ব্রতী নবনিযুক্ত মণ্ডল সভাপতি আগামী ২৬ জানুয়ারী মণ্ডল কার্যালয়ের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এতে সামগ্রিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়ক জৈন।

এরআগে জননেতা অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। অন্যদিকে,গোবিন্দপুর সার্বজনীন কালীবাড়ি প্রাঙ্গণে পূর্ণ মর্যাদায় উদযাপন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মজয়ন্তী।

রীতিমত কেক কেটে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন দলের বুথকমিটির কর্মকর্তা তথা বিজেপি নেতা গোবিন্দপুর জিপির জিপি সভাপতি শিববরপ দাস,এপি সদস্য দিব্যজ্যোতি পাল প্রমুখ। ছবি

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

11 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 day ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago