অসম

মন্ত্রী গৌতম রায় একজন ‘সুবিধাবাদী রাজনীতিবিদ’ মন্তব্য প্রাক্তন সতীর্থের

কংগ্রেস এবং তৃণমূলের প্রভাবশালী নেতা-নেত্রীরা ঝাঁকে ঝাঁকে বিজেপি দলে যোগদান করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অসমের মন্ত্রী গৌতম রায়ের সতীর্থ  কমলাক্ষ দে পুরকায়স্থ সকলেই খাপ্পা হয়ে আছেন দলছাড়াদের ওপর! শূল দিতে সতীর্থকেও কেউ ছাড়ছেন না। অবশ্য প্রবাদই আছে, রাজনীতিতে মা-ভাই নেই! সতীর্থ তো কোন ছাড়!

বরাক সম্রাট রূপে নিজেকে পরিচিত করা মন্ত্রী গৌতম রায় ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে গেরুয়া দলে যোগদান করেন। এতে গৌতম বাবুর প্রাক্তন সতীর্থরা তাঁকে ছেঁকে ধরেছেন। শাণিত ছুরি হানছেন বুকে।

কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং প্ৰাক্তন মন্ত্ৰী সিদ্দিক আহমেদ রায়ের গেরুয়া বসন পরিধান করাকে একটুও সু-নজরে দেখেননি। তাঁরা গৌতম রায়কে ‘সুবিধাবাদী রাজনীতিবিদ’ বলেই উল্লেখ করেছেন।

তাঁরা আরো বলেন, বিজেপিদলে নাম অন্তর্ভুক্ত করে গৌতম রায় কংগ্রেসের কোন ক্ষতিসাধন করতে পারবেন না।

এদিকে, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি জয়নাল উদ্দিন লস্কর রায়ের তীব্র সমালোচনা করে বলেন যে, গোউতম রায় সর্বদা ক্ষমতাভিলাষী। ২০১৬ সালের বিধানসভা নিৰ্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই গুরুত্বহীন হয়ে পড়েছিলেন।

যে যাই বলুন, নিজেকে সম্রাট হিসেবে পরিচিতি দান করা গৌতম রায় কংগ্রেসে কি করেছেন, কিভাবে ছিলেন, সেসব কিছুই বিজেপি দেখবে না। তাঁকে বিজেপির আদর্শ মেনেই এবার থেকে চলতে হবে।

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়াভাষায় রবিবার জানিয়ে দিয়েছেন গেরুয়া দলের মূল নীতি-আদর্শের বাণী।

তিনি বলেন, “কংগ্রেস থেকে যাঁরা বিজেপি দলে যোগদান করেছেন, তাঁরা জীবনে সব কিছুই পেয়েছেন। যদি এবার দান করার জন্যে দলে এসে থাকেন, তাহলে দলের সঙ্গে মিশতে পারবেন। গ্রহণের জন্যে দলে নাম লেখালে অসুবিধায় পড়তে হবে।  বিজেপিতে যোগদান করে সমাজের জন্যে যদি কিছু দান করতে চান, তবে তাঁদের জন্যে এটি উপযুক্ত মঞ্চ।

গৌতম রায় বরাকের রাজা পূর্বে ছিলেন, কিন্তু এখন তাঁকে বিজেপির সাধারণ কাৰ্য্যকৰ্তা হয়েই থাকতে হবে”।

 

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

23 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago