অসম

অসমের বরাক চাকরি, সুবিধা সবকিছুতেই প্রায় বঞ্চিত

শিলচর: আগামি ২০শে এপ্রিল আরো ৫০,০০০ প্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বরাকের প্রার্থীদের প্রতি সুবিচারের আর্জি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী যে একলাখ চাকরি দেবার উদ্যোগ নিচ্ছেন তার জন্য বিডিএফ এর পক্ষ থেকে তিনি তাঁকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।

তবে একই সাথে তিনি বলেন যে এর আগে ৪০,০০০ প্রার্থীর নিয়োগ হয়েছে বলে যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তাতে বরাকের তিন জেলা থেকে খুব নগন্য সংখ্যক নিয়োগ পেয়েছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে।

তিনি বলেন যে বরাক থেকে কতজন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের জন্য এর আগে বিডিএফ এর পক্ষ থেকে বারবার অনুরোধ জানান হয়েছিল। কিন্তু বাস্তবে তা করা হয়নি।

প্রদীপ বাবু এদিন আগামীতে যে ৫০,০০০ নিয়োগপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হবে তাতে যাতে বরাকের প্রার্থীরা কোনভাবেই বঞ্চিত না হন, সেই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন‌।

একই সাথে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী বিধবা ভাতা, ছাত্রদের স্কুটি সহ ইত্যাদি সহ প্রায় সমস্ত সম্প্রদায়কে যে জনকল্যাণমূলক অনুদান দিচ্ছেন তা ধন্যবাদযোগ্য। কিন্তু রাজ্যের রেজিস্ট্রিকৃত পনের লক্ষ বেকারদের জন্য আজ অবধি কোন অনুদান ঘোষিত হয়নি।

অথচ রাজ্যের যুবক যুবতীরা এরপরও মুখ্যমন্ত্রীকে ভালবাসেন সমর্থন করেন । প্রদীপ বাবু বলেন যে সেজন্যই যতদিন অবধি রোজগারের ব্যবস্থা না হচ্ছে ততদিন অবধি মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের ন্যুনতম ২০০০ টাকা ও স্নাতক এবং স্নাতকোত্তরদের ৫০০০ টাকা মাসিক অনুদান দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন ।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে কেবিনেট বৈঠকের সময় মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে নিয়োগ পরীক্ষায় বরাকে উত্তীর্ণ দের সংখ্যা কোন অংশেই কম হয়নি।

কিন্তু পরবর্তীতে নিয়োগ তালিকায় তার প্রমাণ কতটা পাওয়া গেছে তা নিয়ে জনগণ সন্দিহান। তাই আগামী নিয়োগ প্রক্রিয়ায় জেলাভিত্তিক তালিকা প্রকাশ করে সমস্ত সন্দেহ নিরসনের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

বিডিএফ মিডিয়া সেলের অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেন যে গত নিয়োগ পরীক্ষায় বরাকের তিন জেলা থেকে কতজন উত্তীর্ণ হয়েছেন তার তথ্য পেতে মুখ্য তথ্য আধিকারিকের কাজে একটি আর টি আই আবেদন পাঠান হয়েছিল, যা পরবর্তীতে এই কার্যালয় থেকে সেবা দপ্তরে পাঠান হয়। কিন্তু আজ অবধি সেবা বোর্ড থেকে কোন জবাব আসেনি।

তিনি বলেন যে তাঁরা আশা করছেন যে আগামীতে যে তালিকা প্রকাশ হতে চলেছে তা সম্পুর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় মাধ্যমে সম্পন্ন হবে। এবং বরাকের তিন জেলার নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে তার প্রমান দিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। বিডিএফ এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন যুব শাখার আহ্বায়ক দেবায়ন দেব।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

2 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago