গুয়াহাটিঃ শনিবার বলিউড অভিনেতা অনুপম খের অসমে এসে হাজির হন। Social Mediaয় বিমানে অবতরণের একটি ভিডিও তিনি শেয়ার করেছেন। Twitter এবং Instagramএ ভিডিও পোস্ট করে একথা জানান তিনি।
ভিডিওটিতে বিমানের ভেতর থেকে অসমের বার্ড ভিউ অ্যাঙ্গেলে (বিমানের ভেতরে বসে ওপর থেকে নেওয়া দৃশ্য ) নেওয়া ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন। Twitter Actor Anupam Kher লিখেছেন-

ছবি, সৌঃ আন্তর্জাল
Landed in beautiful and green #Guwahati! Love the people and the culture of #Assam! Jai Ho!
‘‘সুন্দর এবং সবুজ গুয়াহাটিতে অবতরণ করলাম। মানুষ এবং অসমিয়া সংস্কৃতিকে ভালোবাসী! জয় হো!’’ পোস্টটি তিনি অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাকে ট্যাগ করেন। মুখ্যমন্ত্ৰীও তাঁকে টুইটে অসমে স্বাগত জানিয়েছেন।
প্ৰায় দেড় মিনিটের ভিডিওটিতে অভিনেতা খুব সুন্দরভাবে অসমের বার্ড ভিউ অ্যাঙ্গেলের দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন।
হিন্দি ভাষায় ৫০০রও বেশি সিনেমা এবং নাটকে অভিনয় করেছেন বলিউডের দাপুটে এই অভিনেতা। দুটি জাতীয় চলচ্চিত্ৰ পুরস্কার এবং ৮টি ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন।
অভিনেতা ভারতের কেন্দ্ৰীয় চলচ্চিত্ৰ প্ৰমাণপত্ৰ পরিষদ এবং জাতীয় নাটক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে পদ্মশ্ৰী এবং ২০১৬ সালে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়। ২০১৭ সালের অক্টোবরে ভারতীয় চলচ্চিত্ৰ এবং দূরদর্শন প্ৰতিষ্ঠানের FTII এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ হন। সাম্প্ৰতিককালে কাশ্মীরের পণ্ডিতদের ওপর ভিত্তি করে তৈরি সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।