পশ্চিমবঙ্গ

‘ক্ষীরের পুতুল’ এর স্রষ্টা অবনীন্দ্রনাথের কলম সংরক্ষণ করবে ভিক্টোরিয়া

বাংলায় প্রতিভার অন্ত নেই। লেখক থেকে শুরু করে পরিচালক, অভিনেতা, সঙ্গীতশিল্পী ইত্যাদির প্রতিভার আদলে  বাংলার সংস্কৃতি সমৃদ্ধ হয়ে উঠে। তাদের হাত ধরেই বাঙালি জাতির উন্নয়ন। যুগ যুগ ধরে, তাদের ইতিহাসকে সংরক্ষণ করে নতুন প্রজন্মকে কিছু জানার দরজা খুলে দেওয়া হচ্ছে।

এবার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃব্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আরও কিছু জিনিসপত্রের পাশাপাশি এক চিত্রগ্রাহকের কিছু দুষ্প্রাপ্য ছবি শীঘ্রই সংগৃহিত হতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ এই পরিপ্রক্ষিতে জানান, ব্যক্তিগতভাবে রাজ্যে এমন অনেক মানুষই আছেন, যারা শখে নানা জিনিস জমিয়ে বাড়িতেই একটি প্রদর্শন শালা তৈরি করে ফেলেন। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক কিছু নষ্টও হয়ে যায়। তাই অনেকেই ওইসব জিনিস এমন সরকারি মিউজিয়ামে দান করে দেন। সেরকমই ভিক্টোরিয়ার কাছে এমন বহু দুর্মূল্য জিনিস দান করার জন্য একাধিক প্রস্তাব এসেছে। তার মধ্যে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কলম এবং এক চিত্রগ্রাহকের কিছু দুষ্প্রাপ্য ছবি। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ সে সব সংগ্রহে রাজি হয়েছে।

ভিক্টোরিয়া সূত্রে খবর, পাঁচ থেকে ছ’টি এমন প্রস্তাব বোর্ড অব ট্রাস্টিজের বৈঠকে পেশ করা হবে। কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানান, ‘বাইরের কিছু দ্রষ্টব্য আমাদের নিতে গেলে আগে এই কমিটিতে পেশ করতে হয়। সেখানে অনুমোদিত হলে তবেই আমরা এগোতে পারব’।

জানা গিয়েছে, কোনও চিত্রগ্রাহকের কিছু ছবি এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস বেশ আকৃষ্ট করেছে ভিক্টোরিয়ার কর্তাদের। তাই শীঘ্রই এগুলি যাতে সংগ্রহ করা যায়, তার জন্য ওই কমিটির বৈঠকে পেশ করা হবে। কর্তৃপক্ষের বিশ্বাস, অবনীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেলে, তাতে আকর্ষণ আরও বাড়বে।

এদিকে, আসন্ন শীতে আরও চারটি গ্যালারি খোলার পরিকল্পনা হাতে নিয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। মডার্ন ইন্ডিয়ান আর্টের উপরই হবে এই চারটি গ্যালারি। সেখানে গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় সহ একাধিক নামী চিত্রশিল্পীর ছবি প্রদর্শন করা হবে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago